1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপের হাওয়ায় বাংলা চলচ্চিত্রে মন্দা

৪ এপ্রিল ২০১১

বিশ্বকাপ ক্রিকেটের জোর হাওয়া সব জায়গার মত লেগেছিল বাংলাদেশের চলচ্চিত্রেও৷ ফলে বিশ্বকাপ চলাকালে তেমন কোন নতুন ছবি মুক্তি পায়নি বললেই চলে৷

https://p.dw.com/p/10mtK
বলিউডের ছবি প্রদর্শনের অনুমতি পায়নি সিনেমা হলগুলোছবি: AP

এমনিতে বাংলা ছবির বাজার দিন দিন কমছে৷ সিনেমা হলগুলোকে টিকিয়ে রাখার জন্য এক পর্যায়ে বলিউডের ছবি প্রদর্শনের অনুমতি দেওয়ার সিদ্ধান্তও নিয়েছিল সরকার৷ তবে চলচ্চিত্র শিল্পীদের জোর বাধার কারণে সেই সিদ্ধান্ত আর বাস্তবায়িত হয়নি৷ তার কিছুদিন পর শুরু হয় ক্রিকেট বিশ্বকাপের তোড়জোড়৷ গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে গোটা দেশ মেতে রয়েছিল ক্রিকেটে৷ তার আগে ছিল এসএসসি পরীক্ষা৷ এই গোটা সময়টিতে দুয়েকটি ছাড়া নতুন কোন বাংলা ছবি আসেনি৷ ফলে সিনেমা হলগুলোর অবস্থা এখন করুণ থেকে করুণতর হয়ে উঠেছে৷ তবে বিশ্বকাপের উত্তাপ কমে আসার পর পরিস্থিতি কিছুটা বদলাচ্ছে৷ এপ্রিল মাসের শুরুতে ইমপ্রেস টেলিফিল্মের শিশুতোষ মুক্তিযুদ্ধের ছবি আমার বন্ধু রাশেদ মুক্তি পেয়েছে৷ দুয়েকদিনের ভেতরেই এই শিশুতোষ বাংলা ছবিটি বেশ প্রশংসা কুড়িয়েছে৷ এছাড়া এই মাসেই আসছে পহেলা বৈশাখে মুক্তি পাবে বহুল আলোচিত গেরিলা ছবিটি৷ এটির পরিচালনায় রয়েছেন নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু৷ আশা করা হচ্ছে, বাংলা চলচ্চিত্রের বর্তমান যে হাল হকিকত, তার মধ্যে এই দুটি ছবি কিছুটা হলেও আশার আলো ছড়াবে৷

মা হচ্ছেন ঋতুপর্ণা

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা মা হতে চলেছেন৷ আগামী মাসেই তিনি সন্তানের জন্ম দেবেন বলে জানা গেছেন৷ অনাগত সন্তানের অপেক্ষায় থাকা ঋতুপর্ণা তাই এখন আপাতত কোন ছবিতে কাজ করছেন না৷ জানা গেছে, ঢাকার একটি ছবিতে অভিনয় করছিলেন কলকাতার এই নায়িকা৷ তবে সন্তানসম্ভবা হওয়ার কারণে আপাতত আটকে রয়েছে সে ছবির কাজ৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়