1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার অসাধারণ সূচনা

১২ জুন ২০১০

২-০ – এটাই হচ্ছে গ্রিসের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার ফলাফল৷ পোর্ট এলিজাবেথে খেলা শুরুর সাত মিনিটের মাথায় কর্ণার থেকে পাওয়া বলে পা ছোঁয়ান লি ইয়ুং সু৷ মুহূর্তেই তা ঢুকে যায় গোলপোস্টে৷

https://p.dw.com/p/NpHb
দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়দের উচ্ছ্বাসছবি: AP

এরপর প্রথমার্ধ কাটে আক্রমণ প্রতি-উত্তরের মধ্যে৷ তবে, গ্রিস খুব একটা সুবিধাজনক খেলা দেখাতে পারেনি৷ বরং এবারের বিশ্বকাপের সবচেয়ে বর্ষীয়ান কোচ, ৭১ বছর বয়সী অটো রেহাগেল'এর দল অনেকটা অগোছালো ছিল প্রথমার্ধে৷

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারো আঘাত হানে কোরিয়া৷ ৫২ মিনিটের মাথায় কোরিয়ার পক্ষে দ্বিতীয় গোলটি করেন পার্ক জি সুং৷ মাঝ মাঠ থেকে প্রতিপক্ষের বল কেড়ে নিয়ে একাই গোলটি করেন তিনি৷

এরপর গ্রিস বার-কয়েক চেষ্টা করলেও গোল শোধ করতে পারেনি৷ উল্লেখ করার মতো গোল শোধের চেষ্টা তাদের একটাই ছিল৷ গেকস এর সেই চমৎকার শট, অসাধারণ দক্ষতাতে ফিরিয়ে দেন কোরিয়ার গোলরক্ষক লি-য়ুন জে৷ তবে, গ্রিস কর্ণার কিকের সুযোগ পেয়েছে ১১টি৷

বলা প্রয়োজন, দক্ষিণ কোরিয়ার কয়েকটি শক্তিশালী চেষ্টা প্রতিহত করেন গ্রিক গোলরক্ষক আলেকজান্দ্রোজ৷ আর তাই, ব্যবধানটা বাড়াতে পারেনি এশিয়ার এই শক্তি৷


প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: সঞ্জীব বর্মন