1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপে রেফারিদের কাজ কী?

২৯ এপ্রিল ২০১৮

মাঠের রেফারি ছাড়াও এবার রাশিয়া বিশ্বকাপের প্রতিটি ম্যাচে চারজন ‘ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি' বা ভিএআর থাকবেন৷ মূলত চারটি বিষয়ে সিদ্ধান্ত দেবেন তাঁরা৷

https://p.dw.com/p/2wmRx
Deutschland Bundesliga Borussia Moenchengladbach gegen 1899 Hoffenheim
ছবি: picture alliance/Fotostand/Ellerbrake

রাশিয়ার মস্কোতে স্থাপিত একটি কেন্দ্রে এই রেফারিরা থাকবেন৷ সেখান থেকেই মাঠের রেফারির সঙ্গে যোগাযোগ করবেন তাঁরা৷ মাঠের রেফারি চাইলে সাইডলাইনে গিয়ে ভিডিওর রিপ্লেও দেখতে পারবেন৷ আর স্টেডিয়ামে উপস্থিত দর্শকদেরও বড় স্ক্রিনে ভিডিও রেফারির সিদ্ধান্ত জানানোর ব্যবস্থা থাকবে৷

যে চারটি বিষয়ে ভিএআর-রা সিদ্ধান্ত দেবেন সেগুলো হচ্ছে, গোল এবং গোল হওয়ার আগ মুহূর্তের বিষয়াদি, পেনাল্টির সিদ্ধান্ত, সরাসরি লাল কার্ড এবং ভুল বলে বিবেচিত হতে পারে এমন কোনো সিদ্ধান্ত৷

বিশ্বকাপকে সামনে রেখে ফিফা ইতিমধ্যে ভিএআরদের প্রশিক্ষণ দেয়া শুরু করেছে৷ বিশ্বকাপের জন্য ৩৬ জন রেফারি ও ৬৬ জন সহকারী রেফারি নির্বাচন করা হয়েছে৷ তাঁদের মধ্য থেকেই কয়েকজনকে ভিএআর প্রশিক্ষণ দেয়া হচ্ছে৷

অফসাইডের সিদ্ধান্ত নির্ভুল করার জন্য এবারের বিশ্বকাপে দুটি অতিরিক্ত ক্যামেরার ব্যবস্থা করবে ফিফা৷ ফলে একটি ম্যাচ সম্প্রচারের জন্য এবার এই দু'টিসহ মোট ৩৫টি ক্যামেরা ব্যবহার করা হবে৷

বিতর্ক

রাশিয়া বিশ্বকাপে প্রথমবারের মতো ভিএআর ব্যবহার হতে যাচ্ছে৷ তবে জার্মানির বুন্ডেসলিগা, ইটালির ‘সিরি এ' ও পর্তুগালের লিগে ইতিমধ্যে এটি ব্যবহার করা হয়েছে৷ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, ভিএআর-এর কারণে কিছু ভুল সিদ্ধান্ত এড়ানো গেছে৷ তবে ভিএআর-এর বিপক্ষে সমালোচনাও আছে৷ যেমন সম্প্রতি বুন্ডেসলিগার এক ম্যাচে হাফটাইমের সময় ফ্রাইবুর্গ ক্লাবের বিরুদ্ধে একটি পেনাল্টি দেয়া হয়েছিল৷ অর্থাৎ হাফটাইম শেষে যখন ফ্রাইবুর্গের খেলোয়াড়রা মাঠে ফিরেছিলেন, তখন শুরুতেই তাঁদের একটি পেনাল্টির মুখোমুখি হতে হয়েছে৷ এছাড়া ভিএআর সিদ্ধান্তের জন্য কখনও কখনও খেলা কয়েক মিনিট বন্ধ রাখতে হয়েছে৷

তবে বিশ্বকাপের সময় যেন এসব বিষয় এড়ানো যায়, সেই চেষ্টা চলছে বলে জানিয়েছেন ফিফার রেফারিদের প্রধান পিয়েরলুইজি কোলিনা৷

ইউরোপীয় ফুটবলের সংস্থা উয়েফার প্রধান অবশ্য বিশ্বকাপে ভিএআর ব্যবহার নিয়ে ‘উদ্বেগ' প্রকাশ করেছেন৷ তিনি বলেছেন, এই প্রযুক্তি এখনও পুরোপুরি পরীক্ষিত নয়৷ তাই চ্যাম্পিয়ন্স লিগের আগামী মরসুমেও এটি ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন তিনি৷ অবশ্য ফুটবল খেলায় ভিএআর ব্যবহারের প্রয়োজন আছে বলে মনে করেন তিনি৷

জেডএইচ/এসিবি (এপি, এএফপি, রয়টার্স)

বন্ধুরা, আসন্ন বিশ্বকাপে াপনার প্রিয় দল কোনটি? জানান নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য