1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপে সাফল্য নির্ভর করবে শিশির বিন্দুর উপর: ইমরান খান

১১ ফেব্রুয়ারি ২০১১

আসন্ন ক্রিকেট বিশ্বকাপ নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলছে৷ এবার পাকিস্তানের ক্রিকেট তারকা ইমরান খান বললেন, মাঠে ঘাসের উপর যে শিশির পড়ে, তা ব্যাটসম্যান'দের জন্য বাড়তি সুবিধা এনে দিতে পারে৷

https://p.dw.com/p/10FUG
এবার ‘জ্যোতিষী’র ভূমিকায় ইমরানছবি: AP

ইমরানের তত্ত্ব হল এরকম৷ যেকোনো টিমের সাফল্য বা ব্যর্থতা খেলোয়াড়দের ক্ষমতা বা দুর্বলতার উপর নির্ভর করে ঠিকই৷ কিন্তু তার বাইরেও রয়েছে আরও কিছু বিষয়৷ যেমন শিশির বিন্দু৷ বিশেষ করে যেসব ম্যাচ দিন ও রাত মিলিয়ে অনুষ্ঠিত হবে, সেই সব ম্যাচে এটা হবে বড় একটা ফ্যাক্টর৷ যে টিম প্রথমে ব্যাট করতে নামবে, তাদের কোনো সুবিধা হবে না৷ কিন্তু প্রতিপক্ষ যখন ব্যাটিং করবে, ততক্ষণে মাঠের ঘাস ভিজে যাবে৷ ফলে বল ভিজতে থাকবে, বোলার ঠিকমতো বল ধরতে পারবে না৷ মার্চ-এপ্রিল মাসে এমন ঘটনা ঘটার সম্ভাবনা বেশি৷

Cricket World Cup 2011
তাহলে কি ভারতই পাবে বিশ্বকাপছবি: Webdunia

এই তত্ত্বের ব্যাখ্যা দিতে গিয়ে নিজের অভিজ্ঞতার কথা শুনিয়েছেন ইমরান৷ ১৯৯৬ সালে ফাইন্যাল ম্যাচে লাহোরে শ্রীলঙ্কা ঠিক এই সুবিধা কাজে লাগিয়ে অস্ট্রেলিয়ার বোলারদের ঘাম ছুটিয়ে দিয়েছিল৷ উল্লেখ্য, এবার ভারত-বাংলাদেশ-শ্রীলঙ্কায় যে ৪৯টি ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে, তার মধ্যে ৩৬টি ম্যাচই ‘ডে-নাইট' হতে চলেছে৷ অতএব ইমরানের হিসেবের উপর ভরসা করলে আর দেখতে হবে না৷ টসে জিতলে কোনো দলই প্রথমে ব্যাট করতে চাইবে না৷

শুধু ‘ডিউ-ফ্যাক্টর' নয়, ইমরান এবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন সম্পর্কেও পূর্ববাণী করেছেন৷ তাঁর হিসেব অনুযায়ী এবার ভারতই সেরা টিম হিসেবে কাপ ছিনিয়ে নেবে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আরাফাতুল ইসলাম