1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপে হামলার হুমকি জঙ্গিদের

১০ এপ্রিল ২০১০

জঙ্গিরা এবার হুমকি দিলো বিশ্বকাপ ফুটবলে হামলা চালানোর৷

https://p.dw.com/p/Msmz
ছবি: AP

জঙ্গি পরিচালিত অনলাইন ম্যাগাজিন ‘ইয়ার্নার্স ফর প্যারাডাইস'-এ প্রকাশিত একটি লেখায় বলা হয়েছে, ‘‘একবার চিন্তা করে দেখুন তো, মাঠে যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের খেলা চলছে, স্টেডিয়াম ভর্তি দর্শক হই-হুল্লোড় করছে৷ এ সময় একটি বিকট বিস্ফোরণের শব্দে দর্শকদের আনন্দ মুহূর্তের মধ্যে বিষাদে পরিণত হয়েছে, স্টেডিয়াম জুড়ে চূড়ান্ত বিশৃঙ্খলা, শত শত মৃতদেহ এদিক-ওদিক ছড়িয়ে-ছিটিয়ে আছে৷'' আগামী ১২ জুন দক্ষিণ আফ্রিকার রাস্টেনবার্গ শহরে যুক্তরাষ্ট্র-ইংল্যান্ড ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে৷

তবে ফিফার মহাসচিব জেরোম ভেল্কে বলেছেন, এ ধরণের হুমকি আয়োজকদের বিশ্বকাপ অনুষ্ঠান থেকে বিরত রাখতে পারবেনা৷ তিনি বলেন, আয়োজকরা সর্ব্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে খুবই তত্পর৷ বিশ্বকাপের স্বাগতিক দেশ দক্ষিণ আফ্রিকার পুলিশ মন্ত্রী নাথি মাথেথওয়া বলেছেন, ‘‘সন্ত্রাসী হামলার বিষয়টিকে উড়িয়ে দেয়ার কোনো কারণ নেই৷''

এদিকে বার্তা সংস্থা আইএএনএস-এর খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ড ছাড়াও বিশ্বকাপে অংশগ্রহণকারী দল ফ্রান্স, জার্মানি ও বর্তমান চ্যাম্পিয়ন ইতালির ফুটবল দলের নাম রয়েছে আল-কায়েদার হিটলিস্টে৷ ঐ বার্তা সংস্থার প্রতিবেদন অনুযায়ী, আল-কায়েদা আক্রমণ চালাতে এবার নতুন এক ধরনের বিস্ফোরক ব্যবহার করবে যা বিশ্বকাপের নিরাপত্তা ব্যবস্থা শনাক্ত করতে সক্ষম হবে না৷

উল্লেখ্য, গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার কর্মকর্তারা জানিয়েছিলেন যে, তাঁরা একটি মার্কিন গোয়েন্দা সংস্থার সহায়তায় কয়েকজন আল-কায়েদা জঙ্গিকে গ্রেপ্তার করেছিলেন যারা বিশ্বকাপের সময় হামলা চালানোর পরিকল্পনা করছিলো৷ গ্রেপ্তারকৃতরা সবাই আল-কায়েদার সোমালিয়া ও মোজাম্বিক শাখার সদস্য ছিলো বলে জানা গেছে৷

প্রতিবেদন : জাহিদুল হক

সম্পাদনা : রিয়াজুল ইসলাম