1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেতে ঘুসের অভিযোগ

২১ অক্টোবর ২০১০

শুধু ক্রিকেট জগত নয়, দুর্নীতির অভিযোগে এবার কোণঠাসা হয়ে পড়েছে ফুটবল সংগঠন ফিফা’ও৷ বিশ্বকাপ ফুটবল আয়োজনের ক্ষেত্রে ঘুস নেওয়ার অভিযোগ উঠেছে দুই কর্মকর্তার বিরুদ্ধে৷

https://p.dw.com/p/Pjb5
FIFA, Adamu, Temarii, Football, বিশ্বকাপ, ফিফা
রেনাল্ড তেমারি ও আমস আদামুছবি: picture-alliance/Pressefoto ULMER/DW-Montage

কোন দেশ আগামী ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপ আয়োজন করার সুযোগ পাবে, তা স্থির হবার কথা আগামী ২রা ডিসেম্বর৷ ফিফা'র পরিচালক মণ্ডলীর ২৪ জন সদস্য প্রার্থী দেশগুলির ক্ষমতা যাচাই করে ভোটাভুটির মাধ্যমে তা স্থির করবেন, যেমনটা এতকাল হয়ে আসছে৷ কিন্তু তাঁদের মধ্যে দুজন সদস্য কোনো অজ্ঞাত দেশের কাছ থেকে ঘুস নিয়ে এই প্রক্রিয়াকে অন্যায়ভাবে প্রভাবিত করতে চলেছেন, এমন অভিযোগ উঠেছে৷ এই অভিযোগের ভিত্তিতে ফিফা ওশেনিয়ার ফুটবল কনফেডারেশনের সভাপতি রেনাল্ড তেমারি ও নাইজেরিয়ার আমস আদামু সহ আরও ৪ কর্মকর্তাকে ৩০ দিনের জন্য সাসপেন্ড করেছে৷ ফিফা'র প্রধান সেপ ব্লাটার বলেন, ‘‘ফুটবলের জন্য এটা একটা দুঃখের দিন৷'' তিনি দুর্নীতির প্রশ্নে কোনরকম আপোশ করবেন না বলে জানিয়েছেন৷

ব্রিটেনের ‘সানডে টাইমস'এর সাংবাদিক মার্কিন এক কনসর্টিয়ামের প্রতিনিধির ছদ্মবেশে তদন্ত চালিয়ে যে প্রতিবেদন লিখেছেন, তাতে এই অভিযোগ তোলা হয়েছে৷ ২০১৮ সালে বিশ্বকাপ আয়োজন করতে চায় ইংল্যান্ড, রাশিয়া এবং যৌথভাবে স্পেন ও পর্তুগাল এবং বেলজিয়াম ও নেদারল্যান্ডস৷ ২০২২ সালের দৌড়ে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, কাতার, মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া৷

এই অভিযোগ সত্ত্বেও ফিফা ২রা ডিসেম্বর নির্ধারিত ভোটাভুটির প্রক্রিয়া পিছিয়ে দেবার কথা ভাবছে না৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই