1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ এবার পল’এর হাতে

১৪ জুলাই ২০১০

বিশ্বকাপের জন্যে একমাস হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর স্পেন রোববার বিশ্বকাপ ঘরে তুললেও, অক্টোপাস পল কিন্তু বিশ্বকাপটি পেল সোমবার৷ আর সেজন্যে পলকেও কিন্তু অনেক খাটতে হয়েছে৷

https://p.dw.com/p/OIaF
Paul
বিশ্বকাপে সঠিক পূর্ববাণী করে ফুটবল জগতে বিস্ময় সৃষ্টি করেছে পলছবি: AP

সব খেলার ভবিষ্যদ্বাণী করতে হয়েছে ঠিকঠাকমত৷ আর তারই পুরস্কার পেলো পল সোমবার৷ একেবারে বিশ্বকাপই দেয়া হলো পলকে৷ না, ভুল বোঝাবুঝির কোন কারণ নেই, আসল বিশ্বকাপ স্পেনই নিয়ে গেছে৷ আসল বিশ্বকাপের আদলে তৈরি নকল একটি বিশ্বকাপ দেয়া হয়েছে পলকে৷

দুই বছর বয়সী পলের সম্ভবত কোন অতিপ্রাকৃত শক্তি রয়েছে বলে ধারণা করা হয়৷ আর এবারের বিশ্বকাপ চলাকালে খেলার ব্যাপারে সঠিক ভবিষ্যদ্বাণীর জন্যে পলের নাম ছড়িয়ে পরেছে বিশ্বব্যাপী৷ জার্মানির পাঁচটি ম্যাচে জয় এবং একই সঙ্গে দুটি পরাজয়েরও ভবিষ্যদ্বাণী করেছিল পল৷ রোববার বিশ্বকাপের ফাইনালের দিন স্পেন যে নেদারল্যান্ডসকে হারাবে, তারও সঠিক ভবিষ্যদ্বাণী করে পল৷

পলকে বিশ্বকাপ উপহার দেয়ার পর, ‘সি লাইফ'এর মুখপাত্র বলেন, পলের জন্যে আমরা প্রচুর প্রস্তাব পেয়েছি৷ কিন্তু পল অবশ্যই তার পুরোনো কাজে ফিরে যাবে, অর্থাৎ শিশুদের হাসাবে৷ তিনি একই সঙ্গে বলেন, আসলে কীভাবে পল সবসময় ঠিক বলে, তার কোন সঠিক ব্যাখ্যা নেই৷ ‘সি লাইফ'এর সুপারভাইজার ডানিয়েল ফে রয়টার্সকে বলেছেন, ‘‘পল এখন বিশ্বকে গুডবাই জানাবে৷ সে সত্যিই মিডিয়ার নজর উপভোগ করেছে, তবে সে এখন তার পুরোনো কাজে ফিরে যাবে৷'' পলের বাড়ি ওবারহাউসেন সি লাইফ এ্যাকোয়েরিয়াম৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা
সম্পাদনা: সঞ্জীব বর্মন