বিশ্বকাপ কুইজবিজয়ীদের জন্য সুখবর | পাঠক ভাবনা | DW | 04.12.2018
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বিশ্বকাপ কুইজবিজয়ীদের জন্য সুখবর

প্রিয় বন্ধুরা, অনেকদিন এভাবে সরাসরি আপনাদের চিঠি লেখা হয়নি৷ অবাক হয়েছেন নিশ্চয়ই? আসলে আমরা বুঝতে পারছি,  বিশ্বকাপ ফুটবল কুইজের প্রাপ্য পুরস্কারের জন্য আপনাদের অপেক্ষাটা বড় দীর্ঘ হয়ে গেছে৷

আমরা জানিয়েছিলাম কিছুদিন দেরি হবে, তাই বলে যে এতটা দেরি হবে তা নিজেরাও ভাবিনি৷ অনাকাঙ্খিত এই বিলম্বের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত৷

তবে হ্যাঁ, অবশেষে আপনাদের আনন্দের সাথে জানাচ্ছি যে, কুইজের পুরস্কারগুলো আজ রেজিষ্ট্রিডাকে পাঠানো হয়েছে৷ তাছাড়া টেলিফোনে জানানো আপনাদের বিশেষ অনুরোধ অনুযায়ী প্রতিটি খামের ওপর একটি করে স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে৷ সেই স্টিকারে লেখা আছে যে, পুরস্কার বিজয়ীদের কাছে থেকে যেন ডাক বিভাগের পক্ষ থেকে কোনো শুল্ক বা ভ্যাট দাবি করা না হয়৷

পাঠানো পুরস্কারগুলোর মধ্যে রয়েছে আইপড, কলম, কাঁধে নেওয়ার ব্যাগ, টর্চলাইট, পেনড্রাইভ, স্কার্ফ  ইত্যাদি৷ তবে কার ভাগ্যে কী উঠেছে সেটা পুরস্কার হাতে পেলেই জানতে পারবেন৷ তবে এটুকু বলতে পারি যে, আপনাদের এতদিনের অপেক্ষা বিফলে যাবে না৷ আর হ্যাঁ, প্রাপ্তিসংবাদ জানালে স্বাভাবিকভাবেই আমাদের ভালো লাগবে এবং আমরা নিশ্চিন্তও  হতে পারবো৷

প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবসময় ডয়চে ভেলের সাথে থাকবেন এবং আপনাদের মতামত জানাবেন৷

আন্তরিক শুভেচ্ছাসহ

আপনাদেরই নুরুননাহার সাত্তার

নির্বাচিত প্রতিবেদন