1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ ক্রিকেট ট্রফি নিয়ে আজ উল্লসিত ঢাকা

৩ ফেব্রুয়ারি ২০১১

বিশ্বকাপ ক্রিকেট যতই ঘনিয়ে আসছে, ততই ঘটছে নতুন নতুন ঘটনা আর দুর্ঘটনা৷ ‘বিশ্বকাপ ক্রিকেট ট্রফি’ নিয়ে আজ উল্লাসে মেতে উঠছে ঢাকা৷ এদিকে, টিকেট কিনতে আসা ক্রিকেট প্রেমীদের চাপে ভেঙ্গে পড়ল ভারতের একটি স্টেডিয়ামের দেওয়াল৷

https://p.dw.com/p/109c5
Cricket, World, Cup, 2011, trophy, Mumbai, India, cup, India, বিশ্ব, ঢাকা, বিশ্বকাপ, ক্রিকেট ট্রফি, বাংলাদেশ, Dhaka, Bangladesh,
বিশ্ব ঘুরে এখন ঢাকায় বিশ্বকাপ ক্রিকেট ট্রফিছবি: Webdunia

আজই ঢাকায় আসছে ‘বিশ্বকাপ ক্রিকেট ট্রফি'৷ বাংলাদেশে হবে বিশ্বকাপ ক্রিকেট আসরের উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম খেলা৷ ট্রফি ঢাকায় আনা হচ্ছে হিরো হোন্ডা লিমিটেডের উদ্যোগে৷ আর ট্রফিটি নিয়ে পুরো শহর প্রদক্ষিণ করবে বিশ্বকাপের আনুষ্ঠানিক সহযোগী ‘হিরো হোন্ডা হাঙ্ক'র দল৷

জানা গেছে, আজ বিকেল ৩টায় ট্রফি পৌঁছবে ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে৷ সেখানে আয়োজন করা হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় 'হাঙ্ক' ক্রিকেট প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান৷ এরপর সন্ধ্যা ৬ টায় ট্রফি নিয়ে যাওয়া হবে বিসিএস কম্পিউটার সিটিতে৷ অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে ট্রফি হস্তান্তর করা হবে রাত ৮টায়৷

এদিকে, বুধবার বিশ্বকাপ ক্রিকেটের টিকেট কিনতে শত শত ক্রিকেট প্রেমী ভিড় করেছিল ভারতের চেন্নাইয়ে চিদাম্বরম স্টেডিয়ামে৷ ২০ মার্চ অনুষ্ঠিতব্য ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের টিকেট কেনার জন্য উপচে পড়ছে জনতা৷ ঠিক এই সময় জনতার চাপ সইতে না পেরে স্টেডিয়ামের বাইরের প্রাচীরের একটি অংশ ভেঙ্গে পড়ে৷ তামিলনাডু ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক কে এস বিশ্বনাথানের বরাত দিয়ে বার্তা সংস্থাগুলো এই খবর দিয়েছে৷ তবে দুর্ঘটনা খুব বড় নয় বলে দাবি বিশ্বনাথানের৷ আহত হয়েছে একজন৷

তবুও বিশ্বকাপের ভেন্যু বলে কথা৷ আর মাত্র ক'দিন পরেই বসতে যাচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের আসর৷ আর তার জন্যেই খুব সম্প্রতি এই স্টেডিয়ামেও সংস্কার কাজ করা হয়েছে৷ তবুই এই দুর্ঘটনা৷ তাছাড়া গত সপ্তাহেই আরেকটি ঘটনায় লজ্জায় পড়েছে ভারত৷ ২৭ ফেব্রুয়ারির ভারত-ইংল্যান্ড ম্যাচটি কোলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে আয়োজন সম্ভব নয় বলে সেটি নিয়ে যাওয়া হয়েছে বাঙ্গালোরে৷

অন্যদিকে, আগামী ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারত উদ্বোধনী ম্যাচ হওয়ার কথা রয়েছে মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে৷ বিশ্বকাপের আরো পাঁচটি ম্যাচ হবে এই ভেন্যুতে৷ অথচ অভিযোগ উঠেছে, স্টেডিয়ামের জন্য বরাদ্দকৃত পার্কিং স্পেসে গাড়ি রাখার কোন বন্দোবস্ত নেই৷ পুরো জায়গাটা নাকি কিছু লোক দখল করে রেখেছে৷ দখলকারীরা সেখানে টিনশেড বা সেমিপাকা ঘর তুলে প্রতি মাসে অন্তত ১০ লাখ টাকা ভাড়া হিসেবে তুলে নিচ্ছে৷ ফলে বিশ্বকাপের সময় যেন সেই পার্কিং এলাকায় গাড়ি রাখার ব্যবস্থা করা যায় সেজন্য এখনই মাঠে নামতে হবে কর্তৃপক্ষকে এমন মন্তব্য সংশ্লিষ্ট মহলের৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আরাফাতুল ইসলাম