1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ ট্রফির ঢাকা সফরে উদ্বেলিত ঢাকাবাসী

৪ ফেব্রুয়ারি ২০১১

মহাসমারোহে চলছে বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন৷ এর সাথে যোগ হলো বিশ্বকাপ ট্রফির ঢাকা সফর৷ বৃহস্পতিবার দিনটি ছিল ঢাকাবাসীর জন্য বিপুল আনন্দ, উচ্ছ্বাস আর উত্তেজনার৷

https://p.dw.com/p/10ASp
বিশ্বকাপ, ক্রিকেট, ট্রফি, ঢাকা, সফর, উদ্বেলিত, ঢাকাবাসী, Cricket, World, Cup, 2011, trophy, Mumbai, India,
ফাইল ছবিছবি: Webdunia

সকাল থেকে বিকেল পর্যন্ত আইসিসি বিশ্বকাপ ট্রফির সঙ্গেই ঘুরল মানুষ৷ ভোর হওয়ার সাথে সাথেই সোনালি মায়ার টানে পথে নেমেছিল একদল ক্রিকেট পাগল মানুষ৷ বিশ্বকাপ র‌্যালি যখন টঙ্গী থেকে বাংলাদেশ টেলিভিশন ভবনের দিকে, তখন সোনালি কাপ ছিল বাক্সবন্দি৷ তবু পথের শত শত মানুষ ট্রফি বহনকারী সুসজ্জিত ভ্যানের দিকে মুগ্ধ চোখে তাকাচ্ছিল৷

ক্রিকেটপাগল মানুষ সোনালি কাপের র‌্যালিতে অংশ নিয়ে বিশ্বকাপের উত্তাপটা কয়েকগুণ বাড়িয়ে দিল৷ হিরো হোন্ডাতে চড়ে প্রতিষ্ঠানের লোগো আর কাপের ছবি সংবলিত গেঞ্জি গায়ে ঘুরে বেড়ানো প্রায় ৫০ সহযাত্রীর তরুণ দলটি বাংলাদেশ দলের সাফল্য কামনায় ছিল স্লোগান মুখর৷

টঙ্গী থেকে শুরু হয়ে র‌্যালিটি বাংলাদেশ টেলিভিশন ভবনে যাত্রাবিরতি করার পর ধানমন্ডি ক্রিকেট মাঠ ও সংসদ ভবন হয়ে কম্পিউটার সিটিতে যায়৷ সবশেষে বিসিবি ভবনে শেষ হয় শোভাযাত্রা৷ বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটির প্রধান নির্বাহী আলী আহসান বাবু সাংবাদিকদের জানান, ‘‘ঢাকা থেকে ট্রফিটি ভারতে ফেরত যাবে বৃহস্পতিবার রাতে৷ এরপর আবার তা ঢাকায় আনা হবে ৯ ফেব্রুয়ারি৷ বাংলাদেশে থাকবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত৷''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী