1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেন মুরালিধরন

৩ মে ২০১০

টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে পেশিতে চোট পান শ্রীলংকার সহ-অধিনায়ক এবং অফ-স্পিনার মুত্তিয়া মুরালিধরন৷ শুক্রবারে ঐ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে দুই উইকেটে হেরে যায় শ্রীলংকা৷

https://p.dw.com/p/NDHF
সোমবার মুরালির অভাব বোধ করবে শ্রীলংকা দলছবি: AP

স্বাভাবিকভাবেই, মুরালির এই চোট শ্রীলংকা দলের জন্য একটি বড় আঘাত৷ কারণ এই মুহূর্তে, তাঁর মতো একজন খেলোয়াড়ের উপস্থিতিই শ্রীলংকা দলের প্রয়োজন সবচেয়ে বেশি৷ তার ওপর, সোমবারে জিম্বাবোয়ের বিপক্ষে জিততে না পারলে প্রতিযোগিতা থেকেই বাদ পড়তে হবে তাদের৷ অথচ শেষ পাওয়া খবর অনুযায়ী, অন্তত দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই অফ-স্পিনারকে৷

প্রসঙ্গত, ওয়ান ডে এবং টেস্ট ক্রিকেটে মুরালিধরন অন্যতম প্রধান এক ‘উইকেট-টেকার'৷ আইপিএল-এর ম্যাচগুলিতে এ বছরের চ্যাম্পিয়ন ‘চেন্নাই সুপার কিংস'-এর হয়ে দারুণ ক্রিকেট উপহার দেন তিনি৷

ওদিকে, রবিবার গ্রুপ সি লিগের এক গুরুত্বপূর্ণ ম্যাচে, রায়নার বিধ্বংসী ব্যাটে ভর করে ভারত, দক্ষিণ আফ্রিকাকে ১৪ রানে হারিয়ে পরবর্তী পর্যায়ে চলে গেছে৷ রায়নার এই সেঞ্চুরি, কোন ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টি২০ বিশ্বকাপে প্রথম শতরান৷ এর আগে বিশ্বকাপে মাত্র দু'জন ব্যাটসম্যান এই কৃতিত্ব দেখিয়েছিলেন৷ একজন ওয়েষ্ট ইন্ডিজের ক্রিস গেইল এবং অপরজন নিউজিল্যান্ডের ব্র্যান্ডন ম্যাককালাম৷

উল্লেখ্য, সোমবার শ্রীলংকা বনাম জিম্বাবোয়ের ম্যাচটি ছাড়াও, খেলা হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ডের৷

প্রতিবেদক : দেবারতি গুহ

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক