1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ থেকে বিদায় পিটারসেনের, আসছেন মরগ্যান

৭ মার্চ ২০১১

চলমান বিশ্বকাপ স্কোয়াড থেকে বিদায় নিতে হলো ইংলিশ ব্যাটসম্যান কেভিন পিটারসেনকে৷ একইসাথে লোভনীয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকেও বঞ্চিত হতে হলো তাঁকে৷ নিজেকে তাই পুরোপুরি বিধ্বস্ত বলে আফসোস করলেন পিটারসেন৷

https://p.dw.com/p/10Ub4
সবার ডানে পিটারসেন (ফাইল ছবি)ছবি: AP

সোমবার মনে বড় কষ্ট নিয়ে ভারত থেকে উড়ে যেতে হলো পিটারসেনকে৷ টুইটারে নিজের কষ্টের কথা তিনি প্রকাশ করলেন এভাবে, ‘‘ভারত, ভারতীয়দের ভালোবাসা এবং আতিথেয়তা ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে৷ আলবিদা, দোস্ত৷'' অস্ট্রেলিয়া থেকে অ্যাশেজ কাপ ছিনিয়ে আনার পরপরই এমআরআই করা হলে পিটারসেনের হার্নিয়া ধরা পড়ে৷ তবে পিটারসেনসহ ইংল্যান্ড দলের সবাই আশা করেছিলেন যে, অন্তত বিশ্বকাপ ক্রিকেট শেষ হওয়া পর্যন্ত হয়তো হার্নিয়ার অপারেশন না করলেও চলবে৷ কিন্তু তা আর হলো না৷

রবিবার চেন্নাইয়ের মাঠে গ্রুপ বি'র ম্যাচের পরই সিদ্ধান্ত হয় দ্রুত দেশে ফিরে অপারেশন কক্ষে যেতে হবে পিটারসেনকে৷ তবে রবিবার নিজের সংগ্রহ মাত্র দুই রান হলেও, শেষ পর্যন্ত ছয় রানে জয় পেয়েছে ইংল্যান্ড৷ এছাড়া হার্নিয়ার ব্যথা নিয়েও চলতি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৩৯, ভারতের বিরুদ্ধে ৩১ এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৫৯ রান করেছেন পিটারসেন৷

বিশ্বকাপ স্কোয়াড থেকে আগেভাগে বিদায় নেওয়া ১৪তম ক্রিকেটার পিটারসেন৷ আগামী মাসের ৮ তারিখ থেকে শুরু হওয়া আইপিএল-এ ডেকান চার্জার্স-এর হয়ে খেলার কথা ছিল পিটারসেনের৷ আর আইপিএল থেকে তিনি আয় করতেন প্রায় সাড়ে ছয় লাখ ডলার৷ তবে হার্নিয়ার অপারেশন করে মাঠে ফিরতে তাঁর হয়তো ছয় সপ্তাহ সময় লেগে যাবে৷ এতোসব কারণেই ‘বিধ্বস্ত' পিটারসেন বেশ মনোকষ্টে ভুগছেন৷

যাহোক ৩০ বছর বয়সি পিটারসেনের জায়গায় আসছেন মিডলসেক্স ব্যাটসম্যান ইয়ন মরগ্যান৷ সাবেক আয়ারল্যান্ড ব্যাটসম্যান মরগ্যান ইংল্যান্ড মূল স্কোয়াডেই থাকার কথা ছিল৷ কিন্তু আঙুলে চোট খেয়ে বিশ্রামে ছিলেন তিনি৷ তবে এবার, প্রত্যাশার চেয়ে কিছু আগেই আরোগ্য লাভ করে মাঠে ফিরতে যাচ্ছেন মরগ্যান৷ এপর্যন্ত ৬১ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে খেলে তাঁর গড় রানের রেকর্ড রয়েছে ৩৮.০৮৷ এছাড়া চারটি শতক এবং দশটি অর্ধশতক রয়েছে তাঁর ঝুলিতে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: দেবারতি গুহ