1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ দলে নেই মাশরাফি

১৯ জানুয়ারি ২০১১

মাশরাফিকে বাদ দিয়েই ঘোষণা করা হলো ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটের জন্য বাংলাদেশ জাতীয় দল৷ সাকিব আল হাসানকে অধিনায়ক এবং তামিম ইকবালকে সহ- অধিনায়ক করে ১৫ সদস্যের এই দলের ঘোষণা করা হয়েছে বুধবার৷

https://p.dw.com/p/zzci
ঘোষণা করা হলো বিশ্বকাপ ক্রিকেটের জন্য বাংলাদেশ জাতীয় দল

চোট পাওয়ার পর এখনও পুরো সুস্থ হননি নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি৷ আর এই যুক্তিই দেখানো হলো তাঁকে দলে না নেওয়ার পেছনে৷ এই প্রসঙ্গে জাতীয় দলের কোচ জেমি সিডন্স গণমাধ্যমগুলোকে জানান,‘‘বড় অসময়ে চোট পেয়েছে ও৷'' তবে বিশ্বকাপ ক্রিকেটে দলের কোনো সদস্য বিশেষ চোট পেলে তাঁর জায়গায় অন্য কোনো খোলোয়াড়কে নেওয়ার নিয়ম রয়েছে৷ তাই বিশ্বকাপের সময় পুরোপুরি সুস্থ হয়ে উঠলে বিকল্প খেলোয়াড় হিসেবে মাশরাফিকে দলে ভেড়ানোর ইঙ্গিত দিয়েছেন কোচ এবং নির্বাচকরা৷ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক রফিকুল আলম এই প্রসঙ্গে বলেন, যদি কোনো সুযোগ আসে তাহলে মাশরাফিকে পরেও দলে নেওয়া হতে পারে৷

তবে বিশ্বকাপে খেলার জন্য যতখানি শারীরিক সুস্থতা প্রয়োজন, এই কয়দিনের মধ্যে সেটা অর্জন করা মাশরাফির জন্য কঠিন হয়ে যাবে বলেই মনে করছেন প্রধান নির্বাচক৷ বরং মাশরাফিকে দলে নেওয়া হলে তাঁর অসুস্থতার কারণে দলকে শেষ পর্যন্ত সমস্যায় পড়তে হতে পারে - এমন কথাও বললেন তিনি৷

বুধবার মিরপুরের গ্রামীণফোন-বিসিবি অ্যাকাডেমি ভবনে বিশ্বকাপ দল ঘোষণা করা হয়৷ সংবাদ সম্মেলনে রফিকুল আলম নতুন এই দলটিকে একটি ভারসাম্যপূর্ণ দল হিসাবে উল্লেখ করেন৷ কেননা আঘাতের কারণে দল থেকে একদিকে যেমন বাদ পড়েছেন ফাস্ট বোলার মাশরাফি বিন মুর্তজা৷ অন্যদিকে দলে ফিরে এসেছেন ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল৷ তবে দলের সদস্যদের চূড়ান্ত নাম ঘোষণার আগে অলক কাপালির কথা শোনা গেলেও শেষ পর্যন্ত তাকেও দলে রাখা হয়নি৷

ফেব্রুয়ারির ১৯ তারিখ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট৷ উল্লেখ্য বিশ্বকাপ ২০১১'র আয়োজক দেশ বাংলাদেশ, ভারত ও শ্রীলংকা৷

বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াড

সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), মোহাম্মদ আশরাফুল, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিক, রকিবুল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ, নাজমুল হোসেন, নাঈম ইসলাম, রুবেল হোসেন, শফিউল ইসলাম, আব্দুর রাজ্জাক, সোহরাওয়ার্দী শুভ ও শাহরিয়ার নাফীস৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সাগর সরওয়ার