বিশ্বকাপ ফুটবলের জমকালো ‘ড্র' অনুষ্ঠান | পাঠক ভাবনা | DW | 12.12.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বিশ্বকাপ ফুটবলের জমকালো ‘ড্র' অনুষ্ঠান

গত শুক্রবার হয়ে গেল বিশ্বকাপ ফুটবলের জমকালো ‘ড্র' অনুষ্ঠান৷ এই বিষয়ে ডিডাব্লিউ থেকে বিস্তারিত পরিবেশনা পাওয়ার আশা করেছিলেন বন্ধু সুভাষ৷

তবে খেলার পাতায় ‘জার্মান ফুটবল দলে চোট সমস্যা এবং সমাধান' নিয়ে ছবিঘর থেকে জার্মান দলের বর্তমান চিত্র সম্পর্কে একটা মোটামুটি ধারণা পেয়েছেন – সেকথাও লিখেছেন তিনি৷

মরণকে সঙ্গে নিয়ে শুয়ে আছি

জানিনা কখন এসে ঢুকবে

জীবন্ত এ আমার আত্মার সংগে

আত্মা মিলবে সে,

জানিনা আমি কিছুই, আর তাই

সমগ্র পৃথিবীকে কখনো খুব অর্থবহ

মনে হয়

আবার কখনো একেবারে অর্থহীন

মনে হয় আমার

বিষাদ ব্যথিত মানুষের গোটা এ পৃথিবীটাকেই৷

Brasilien Fussball WM 2014 Gruppen-Auslosung

ব্রাজিলের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক কাফু

আমাদের কাছে এই কবিতাটি লিখে পাঠিয়েছেন, আতিয়া সুলতানা রীমা, রয়না ভরট, লক্ষীকুল বাজার, নাটোর থেকে৷

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য৷ জীবন চলার পথে মানুষ অনেক ভালো কাজ করে থাকে সেটা লেখা থাকে ইতিহাসের পাতায়৷ যখন দেখি চারপাশে শীতার্থ হত-দরিদ্র মানুষ, একটুকরো শীতের কাপড়ের জন্য অপেক্ষমাণ, আমাদের উচিত হৃদয়ের আবেগে মায়া মমতায় সাধ্যমতো শীতের কাপড় বিতরণ করা৷ তাই প্রতিদিন অন্তত একটি করে ভালো কাজ করা দরকার৷ ভবিষ্যতের দিনগুলিতে যেন আরো ভাল কাজ করতে পারি এ প্রত্যাশায় ডা. এস এম এ হান্নান, হরিপুর, চাটমোহর, পাবনা থেকে লিখেছেন৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: জাহিদুল হক

নির্বাচিত প্রতিবেদন