1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ বাছাই

৯ অক্টোবর ২০১২

ফুটবল জগতে আবার এলো বিশ্বকাপ বাছাই পর্ব৷ শুক্রবার জার্মানির খেলা আয়ারল্যান্ডের সঙ্গে৷ আর তার চারদিন পর সুইডেনের সঙ্গে৷ প্রথম খেলাটা হবে ডাবলিনে৷ আর পরেরটা বার্লিনে৷

https://p.dw.com/p/16Mhp
ছবি: dapd

এই দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন জার্মান কোচ ইওয়াখিম ল্যোভ৷ বোরুসিয়া ডর্টমুন্ডের মাটস হুমেলস ইনজুরির কারণে থাকতে পারছেন না৷ তাঁর জায়গায় নেয়া হচ্ছে হামবুর্গের হাইকো ভেস্টারমানকে৷ তিনি ২০১০ সালের নভেম্বরে সুইডেনের বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচে শেষবার জাতীয় দলের হয়ে খেলেছিলেন৷

তবে ইনজুরি শুধু একজনের নয়, দলের অধিনায়ক ফিলিপ লাম আর তারকা খেলোয়াড় টমাস ম্যুলারও রয়েছেন সেই তালিকায়৷ কেননা তাঁরা দুজনই বায়ার্নের হয়ে বুন্ডেসলিগার শেষ খেলায় আহত হয়েছেন৷ তবে তাঁরা এখনো রয়েছেন জাতীয় দলের সঙ্গে৷ তবে শেষ মুহূর্তে তাঁরা খেলতে পারবেন কিনা সেটা এখনো পরিষ্কার নয়৷

অবশ্য একটা সুখবর আছে জার্মানির জন্য৷ সেটা হচ্ছে ইনজুরি কাটিয়ে বাস্টিয়ান শোয়াইস্টাইগারের দলে ফেরা৷ ইউরো ২০১০ খেলার পর থেকে তিনি দলে অনুপস্থিত ছিলেন৷

Fussball Deutschland Portugal UEFA EURO 2012
ডর্টমুন্ডের মাটস হুমেলস ইনজুরির কারণে থাকতে পারছেন নাছবি: Reuters

জার্মানি এর আগে ফারো আইল্যান্ড ও অস্ট্রিয়ার সঙ্গে জিতেছে৷

এদিকে, শুক্রবার ইটালির খেলা রয়েছে আর্মেনিয়ার সঙ্গে৷ আর তার চারদিন পর ডেনমার্কের সঙ্গে৷ ঐ দুই ম্যাচের জন্য কোট প্রানদেল্লি দল ঘোষণা করেছেন৷ তাতে রয়েছেন মারিও বালোতেল্লি, যাঁর কারণে ইউরো ২০১২ থেকে জার্মানিকে ছিটকে পড়তে হয়েছিল৷

বিশ্বকাপ বাছাই পর্বে ইটালির প্রথম দুটো খেলায় ছিলেন না বালোতেল্লি৷ কেননা সেসময় তাঁর চোখ অপারেশন হয়েছিল৷ ইটালি ঐ দুটো খেলার প্রথমটিতে বুলগেরিয়ার সঙ্গে ভাগ্যক্রমে ড্র করতে পেরেছিল৷ আর পরের খেলায় মাল্টার বিরুদ্ধে কোনোমতে জয় পেয়েছিল৷

জেডএইচ/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য