1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ ২০০৭: উলমারের মৃত্যু, অন্ধকারে খেলা

৭ ফেব্রুয়ারি ২০১১

নানা ঘটনা ও কেলেংকারির কারণে অষ্টম বিশ্বকাপটি বেশ সমালোচিত হয়৷ এর মধ্যে ছিল বিশ্বকাপ চলাকালে পাকিস্তান দলের কোচ বব উলমারের রহস্যজনক মৃত্যু৷ এছাড়া অন্ধকারের মধ্যেও ফাইনাল খেলা চলায় আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা ওঠে৷

https://p.dw.com/p/10COA
অ্যাডাম গিলক্রিস্টছবি: AP

তবে ফাইনাল দলে অবশ্য যোগ্য দল হিসেবেই ওঠে অস্ট্রেলিয়া ও শ্রীলংকা৷ উপমহাদেশের দুই শক্তিশালী দল ভারত ও পাকিস্তান যখন প্রথম রাউন্ড থেকেই বিদায় নেন, তখন ভরসা ছিল একমাত্র শ্রীলংকা৷ তবে ফাইনালে অসি আধিপত্যে কোনরকম আঁচ তা'তে ফেলতে পারেনি শ্রীলংকা৷ বৃষ্টির কারণে খেলা কমিয়ে আনা হয়েছিল ৩৮ ওভারে৷ কিন্তু তার মধ্যেই অ্যাডাম গিলক্রিস্টের ১০৪ বলে ১৪৯ রানের দানবীয় ইনিংসের কল্যাণে অসিরা দাঁড় করায় চার উইকেটে ২৮১ রানে ইনিংস৷ মূলত তখনই বোঝা যাচ্ছিল টানা তিনবারের মত শিরোপা নিতে যাচ্ছে অস্ট্রেলিয়া৷

তবে জয়াসুরিয়া এবং সাঙ্গাকারার ব্যাটে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে লংকানরা৷ কিন্তু শেষ পর্যন্ত অনেক দূরেই তাদের থাকতে হয়৷ এর মধ্যে আলো কমে আসায় আম্পায়াররা খেলা বন্ধ করে দেন এবং অসি খেলোয়াড়রা তাদের বিজয়োল্লাস শুরু করেন৷ কিন্তু একটু পর আবারও খেলা শুরু হলে সবাই অবাক হয়ে যান৷ শেষ পর্যন্ত অন্ধকারের মধ্যেই খেলা শেষ হয়৷ এই ঘটনায় প্রবল সমালোচনার মুখোমুখি হন আয়োজক দেশের কর্মকর্তারা৷