বিশ্বসুন্দরী উধাও | পাঠক ভাবনা | DW | 20.11.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বিশ্বসুন্দরী উধাও

‘সুন্দরী উধাও' শিরোনামে সংবাদটি পড়ে বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পূর্বে সুন্দরী উধাও, এমন ঘটনা আগে ঘটেছে বলে জানা নাই৷ প্রত্যাশা, মারিয়া হোসে আলভারাদো যেন ফিরে আসেন৷''

এই মন্তব্য আমলা, মিরপুর, কুষ্টিয়ার বন্ধু মো. ওবায়দুল্লাহ পিন্টুর৷ তিনি নানা ব্যস্ততা ও সময়ের অভাবে নিয়মিত লিখতে পারেন না বলেও জানিয়েছেন৷

পরের ই-মেল পাঠিয়েছেন পাঠক বারিক৷ তাঁর বক্তব্য, ‘‘ইরাকের পরিস্থিতি নিয়ে লন্ডন ভিত্তিক একটি বেসরকারি সংস্থা বিশ্বে ২০১৩ সালে হয়ে যাওয়া সন্ত্রাসী হামলার তথ্য প্রকাশ করার পূর্ণ বিবরণ ডিডাব্লিউ থেকে জানতে পারলাম৷''

তাঁর ভাষায়, ডয়চে ভেলে আরও জানিয়েছে যে, ‘‘সন্ত্রাসী হামলা এবং মৃত্যু বাড়ছে,আগের বছরের তুলনায় সন্ত্রাসী হামলা এবং মৃত্যু অনেক বেড়েছে৷ শুধু ইরাকেই মারা গেছে ৬ হাজার ৩০০ মানুষ৷ সন্ত্রাসবাদের বড় ধরণের ঝুঁকি আর আধুনিক দাসত্বেরসূচকে বাংলাদেশের অবস্থা খুব খারাপ৷ ‘সন্ত্রাসবাদের ঝুঁকি আর দাসত্বের বাংলাদেশ' শিরোনামে ডয়চে ভেলের প্রতিবেদনে ‘ইনস্টিটিউট ফর ইকনমিক্স অ্যান্ড পিস'-এর প্রকাশ করা করা ২০১৪ সালের বিশ্ব সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের অবস্থা নিয়ে প্রতিবেদন আমার ভীষণ ভালো লেগেছে৷ এম এ বারিক, ভাটরা, সিহালী, শিবগঞ্জ, বগুড়া, বাংলাদেশ৷''

আজকের শেষ ই-মেলে পাঠক সুভাষ চক্রবর্তীর মন্তব্য, ‘‘অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিত জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলনের নানা দিক, ব্রিসবেন অ্যাকশন প্ল্যান, অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরা ডয়চে ভেলের প্রতিবেদন ও সংবাদভাষ্য পড়ে বিস্তারিত জানতে পারলাম৷ আরব বিশ্বের রাজনৈতিক ও আর্থ-সামাজিক অস্থিরতার সাম্প্রতিক চিত্র নিয়ে অপর একটি সংবাদভাষ্যও ছিল বেশ তথ্যপূর্ণ৷''

ছবিঘর সম্পর্কে তাঁর মন্তব্য, ‘‘লাল ফুল দিয়ে সাজানো ‘শহিদের স্মরণে পপি ফুল' ছবিঘরটিও ভালো লাগলো৷'' তিনি আরো লিখেছেন, ‘‘এটা তো আগে জানাই ছিল না যে ব্রিটেনে প্রথম বিশ্বযুদ্ধের প্রতীক হিসাবে এই ফুল রাজপ্রাসাদের পাশের বাগানে লাগানো হয়েছিল৷ শুভেচ্ছা সহ, সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি, ভারত৷''

- ধন্যবাদ সবাইকে৷ আমরা অন্যান্য বন্ধুদের মতামতও প্রত্যাশা করছি৷ লিখবেন কিন্তু, অপেক্ষায় রইলাম আমরা৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন