1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সৌরপ্যানেলের সারি গড়লো চীন

২৭ ডিসেম্বর ২০১৭

বিশ্বে যত কার্বন ডাই-অক্সাইড নির্গত হয় তার ২৮ শতাংশের জন্য দায়ী চীন৷ এই পরিস্থিতির পরিবর্তন চায় দেশটি৷ নবায়নযোগ্য জ্বালানির প্রসারে ইতিমধ্যে প্রচুর অর্থ বিনিয়োগ করেছে চীন৷

https://p.dw.com/p/2pwoQ
Solarenergie in Chinas Fujian Provinz
ছবি: picture-alliance/AP Images/Chinatopix

নবায়নযোগ্য জ্বালানির প্রসারে চীন

বেইজিং থেকে হাজার কিলোমিটারেরও বেশি দূরে উত্তর পশ্চিম অঞ্চলে বিশ্বের সবচেয়ে বড় সৌরপ্যানেলের সারি গড়ে উঠছে৷ মাত্র ৬০ লক্ষ অধিবাসীর নিংজিয়া অঞ্চলে প্রচুর সূর্যের আলো ও বিশাল খোলা এলাকা রয়েছে৷ অঞ্চলটি সৌরশক্তিতে বিশ্বের সেরা হতে চায়৷

এই প্রকল্পে কাজ করেন প্রকৌশলী ঝাং চুয়ান৷ এতবড় একটি প্রকল্পে কাজ করার জন্য নির্বাচিত হতে পেরে গর্বিত এই প্রকৌশলী৷ ঝাং চুয়ান বলেন, ‘‘নবায়নযোগ্য জ্বালানি ঐতিহাসিক এক সুযোগ৷....প্রতি বছর আমরা আট লক্ষ টন কয়লার ব্যবহার কমাতে পারি, যা প্রচুর পরিমাণ গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাবে৷''

প্রকল্প বাস্তবায়ন শেষে ঝাং ও তাঁর সহকর্মীরা বিশ লক্ষ পরিবারকে সবুজ জ্বালানি দিতে পারবেন৷ এটি চীনের এরকম বেশ কয়েকটি প্রকল্পের একটি৷

নবায়নযোগ্য জ্বালানি খাতে চীন গত বছর প্রায় ৭৮ বিলিয়ন ডলার খরচ করেছে৷ জার্মানি করেছে মাত্র ১৩ বিলিয়ন৷ ২০২০ সালের মধ্যে চীন ৩৬১ বিলিয়ন ডলার খরচের পরিকল্পনা করছে৷ ফলে সবুজ জ্বালানি ব্যবহারে চীন সবার চেয়ে অনেক এগিয়ে যাবে৷

পুরো চীনে বায়ুচালিত শক্তিরও প্রসার ঘটছে৷ তবে এখনও কিছু সমস্যার সমাধান করতে হবে, যেমন ইস্পাতের মতো ভারি শিল্প থেকে সরে আসতে যে অর্থনৈতিক সংস্কার প্রয়োজন, তার গতি বেশ ধীর৷ তাছাড়া দেশটির মোট জ্বালানির প্রায় দুই-তৃতীয়াংশ আসে কয়লা থেকে৷ এক্ষেত্রে গত কয়েক বছরে প্রবৃদ্ধি দেখা গেছে – যদিও এখন তা স্থিতাবস্থায় আছে৷

বেইজিংয়ে পরিবর্তন আসছে৷ সেখানে ধোঁয়া একটি বড় সমস্যা৷ শহরের চারটি কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রের সবকটিই বন্ধ করে দেয়া হয়েছে৷

মা জুম চীনের একজন প্রখ্যাত পরিবেশবাদী কর্মী৷ তাঁর কাজের কারণে মানুষের চিন্তাধারায় বিশাল পরিবর্তন এসেছে৷ তিনি বলেন, ‘‘বছর দশেক আগে আপনি যদি কোনো পথচারীকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করতেন তাহলে তিনি বলতেন যে, উন্নয়ন আগে৷ কিন্তু এখন যদি তাদের কাছে জানতে চান তাহলে বেশিরভাগই হয় বলবে, ‘‘আমরা বিশুদ্ধ পানি, বাতাস ও নিরাপদ খাবার চাই৷''

এমন সব দাবির কারণে সরকার চাপে রয়েছে৷ বেইজিংয়ের রাস্তায় এখন হাজার হাজার শেয়ারে চালানো যায় এমন সাইকেল দেখা যায়৷ অনেক কারখানাও বন্ধ করে দেয়া হয়েছে৷ তবে ধোঁয়া এখনও একটি সমস্যা, বিশেষ করে যখন ভুল দিক থেকে বাতাস প্রবাহিত হয়৷

বিশ্বে যত কার্বন ডাই-অক্সাইড নির্গত হয় তার ২৮ শতাংশের জন্য দায়ী চীন৷ ১৬ শতাংশ নিয়ে যুক্তরাষ্ট্র আছে দ্বিতীয় স্থানে৷

বাতাস ও পানি দূষণ পর্যবেক্ষণকারী হাজার হাজার কেন্দ্রের কাজ দেখার অনুমতি আছে মা জুমের৷ গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী তিন লক্ষ কোম্পানির তথ্য আছে তাঁর কাছে৷ এ কাজে সরকারের সমর্থন আছে৷ কোন কোম্পানি আইন ভঙ্গ করেছে অনলাইনে সেটা দেখা যায়৷ কাউকে কনট্র্যাক্ট দেয়ার আগে অনেক কোম্পানি মা জুমের তথ্য দেখে নেয়৷ মা জুম বলে, ‘‘অ্যাপল, আডিডাস, ওয়ালমার্টের মতো কোম্পানি স্থানীয় সরবরাহকারী নিয়োগের আগে আমাদের তালিকা দেখে নেয় এবং আইন ভঙ্গকারীদের শুদ্ধ হতে চাপ দেয়৷''

একটি অ্যাপ ব্যবহার করে যে কেউ পরিবেশের ক্ষতির ছবি আপলোড করতে পারেন৷ সবাই সেটি দেখতে পারেন৷ আর স্থানীয় কর্তৃপক্ষের কাছে সেগুলো পাঠিয়ে দেয়া হয়৷ এটি একটি কার্যকরি টুল৷ জীবাশ্মভিত্তিক জ্বালানির ব্যবহার থেকে সরে আসায় চীনের প্রশংসা করলেও এখনও দেশটির জ্বালানি নীতির সমালোচনা করছে গ্রিনপিস৷ দেশে বাজার সংকুচিত হওয়ায় সরকারি প্রতিষ্ঠানগুলো বিদেশে পাড়ি জমাচ্ছে৷

চীনের গ্রিনপিসের কর্মকর্তা লাউরি মিলিভিরতা বলেন, ‘‘ভিয়েতনাম থেকে শুরু করে আফ্রিকা, ইন্দোনেশিয়া – এ সব দেশে কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রের প্রসারে ভূমিকা রাখছে চীনা কোম্পানি ও ব্যাংকগুলো৷ এটি বেশ ক্ষতিকারক একটি বিষয়৷''

মারিও স্মিট/জেডএইচ

প্রতিবেদন সম্পর্কে কিছু বলার থাকলে লিখুন নীচে, মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান