1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বের সেরা গোলকীপার বিশ্বকাপের বলে সন্তুষ্ট নন

২৯ মে ২০১০

স্বয়ং ব্রাজিলের গোলকীপার হুলিও সেজার এবারকার বিশ্বকাপের ফুটবলটাকে দেখে বলেছেন, এ’ যেন কোনো সুপারমার্কেটে কেনা সস্তার ফুটবল৷

https://p.dw.com/p/Nchz
এবারের বিশ্বকাপের বল ‘জালুবানি’ছবি: AP

অথচ এই বিশ্বকাপ বলটির নাম রাখা হয়েছে ‘জালুবানি', জুলু ভাষায় যার অর্থ উৎসব কি উদযাপন৷ বলটি উপস্থাপন করার সময় ফিফা বড় গলা করে বলেছিল, এটা নাকি ইতিহাসের প্রথম পুরোপুরি গোল বল এবং সেই সঙ্গে সবচেয়ে নির্ভুল লক্ষ্যেরও বটে৷ সে সময় বলটির প্রশংসা যারা করেছিল, তাদের মধ্যে ছিল সেজারের দলীয় সতীর্থ এবং বিশ্বের সেরা ফরোয়ার্ড কাকা৷

ইন্টার মিলানের এবং সেই সঙ্গে ব্রাজিলের গোলকীপার সেজার কিন্তু আজ বলটি সম্পর্কে আতঙ্কিত৷ তার কারণ ব্যাখ্যা করেছেন ব্রাজিল দলের গোলকিপিং কোচ ওয়েন্ডেল: বলটি নাকি দূর থেকে শট করা হলে অতীব অনিশ্চয়তার সৃষ্টি করতে পারে৷ আসল বিপদ হল গোলকি তার লাইন ছেড়ে বেরোলে: তাহলে নাকি বলটা তারই পেছনে ঝুলে পড়তে পারে এবং গোলে ঢুকে যেতে পারে৷

বল যেমনই হোক, ফুটবল ফুটবলই

এবং সেকথা এবার স্বীকার করেছেন রজার ফেডারারের মতো টেনিস তারকা৷ এবং সেই সঙ্গে বিশ্বের তিন নম্বর বাছাই নোভাক জোকোভিচ৷ কারণটা সহজ: ফেডারার যে দেশের মানুষ, সেই সুইজারল্যান্ড এবার বিশ্বকাপে৷ আবার জোকোভিচ সার্বিয়ার লোক, এবং সার্বিয়াও যাচ্ছে বিশ্বকাপে৷ - মুশকিল এই যে, বিশ্বকাপ চলবে ১১ই জুন থেকে ১১ই জুলাই৷ ওদিকে উইম্বলডন শুরু হচ্ছে ২১শে জুন৷ এমনকি ফেডারার এবার তাঁর সপ্তম উইম্বলডন খেতাব সংগ্রহের প্রচেষ্টা করবেন৷

‘‘আমাদের খেলাটাও দারুণ৷ কিন্তু বিশ্বকাপ স্বভাবতই বেশী মনোযোগ পাবে,'' বলেছেন ফেডারার৷ জোকোভিচও বলেছেন, ‘‘অবশ্যই আমি খেলা দেখব৷ যদিও লাইভ নয়, কেননা গ্রাসকোর্ট সীজন চলবে৷'' জোকোভিচ আরো যোগ করেন: ‘‘ফুটবল হল বিশ্বের সবচেয়ে রেস্পেক্টেড স্পোর্ট'' - মানে সম্মানিত ক্রীড়া - ‘‘বিশ্বকাপ একটা বিশেষ ব্যাপার, প্রতি চার বছরে হয়৷ সবাই দেখে৷ পাদপ্রদীপের আলো থেকে টেনিসকে ঠেলে সরানোর জন্য আমি বিশ্বকাপকে দায়ী করব না৷ বিশ্বকাপে আমার দেশকে খেলতে দেখব ভেবে আমি রোমাঞ্চিত৷''

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: জাহিদুল হক