1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

৩ মে ২০১৩

কস্টারিকায় ইউনেস্কোর সহায়তায় শুরু হয়েছে একটি আয়োজন৷ ২রা থেকে ৪ঠা মে সান হোসেতে তিন দিনের এক আয়োজনের মাধ্যমে উদযাপন করা হচ্ছে ২০তম ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে৷ ৩রা মে’কে ঘিরেই বসেছে এ আয়োজন৷

https://p.dw.com/p/18Qmm
ছবি: AP

১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে' অথবা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেয়া হয় ৩রা মে'কে৷ সেই থেকে প্রতি বছরই পালিত হয় দিনটি৷ সারা বিশ্বে মত প্রকাশের স্বাধীনতা, সাংবাদিকতায় বাধা-বিপত্তি, সাংবাদিকদের ওপর আক্রমণ, হত্যা – এদিন সবই উঠে আসে আলোচনায়৷ এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ‘সমাজ পরিবর্তনে গণমাধ্যমের ভূমিকা'৷

‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে' ২০ বছরে পা দিল এ বছর৷ এই ২০ বছরে সাংবাদিকদের জীবন অনেক ক্ষেত্রেই হয়েছে আগের তুলনায় অনেক বেশি ঝুঁকিপূর্ণ৷ দায়িত্ব পালনের সময়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অনেক দেশে বেশ বেড়েছে৷ এমন ঘটনা বাংলাদেশে কয়েক বছর ধরেই আশঙ্কাজনক হারে ঘটছে৷ সাগর-রুনিসহ আগের বেশ কয়েকজন সাংবাদিক হত্যার আসামী ধরা পড়েনি, নিহতদের পরিবার সুবিচার পাননি

সাম্প্রতিক কালে বাংলাদেশে বেশি আলোচিত ব্লগারদের গ্রেপ্তারের বিষয়টি৷ তাঁদের গ্রেপ্তারের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে, পুলিশ তাদের যেভাবে জনসমক্ষে হাজির করেছে তা আইনসম্মত বা মানবিক নয় – এমন সমালোচনাও হয়েছে৷ এ বছর এক নারী সাংবাদিককে প্রকাশ্য রাজপথে পেটানোর ঘটনাও ঘটেছে বাংলাদেশে৷ হেফাজতে ইসলামীর সমাবেশে দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হন নারী সাংবাদিক নাদিয়া শারমিন৷ এমন ঘটনা নিশ্চয়ই ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে – উদযাপনের মাঝেও মানবতাবাদী প্রতিটি মানুষ, বিশ্বের প্রতিটি সৎ, নিষ্ঠাবান সাংবাদিকের জন্য চরম হতাশার৷

এসিবি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য