1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিয়ের জন্য রাজবাড়ি ত্যাগ জাপানের রাজকন্যার

২৬ অক্টোবর ২০২১

বন্ধুকে বিয়ে করলেন জাপানের রাজকন্যা মাকো। রাজপরিবারের বাইরে বিয়ে করার জন্য তার রাজবাড়ির আভিজাত্য নষ্ট হলো।

https://p.dw.com/p/42Ao1
জাপানের রাজকন্যা
ছবি: Shizuo Kambayashi/AFP/Getty Images

দীর্ঘদিনের সহপাঠী এবং বন্ধু কেই কোমুরোকে বিয়ে করলেন জাপানের রাজকন্যা মাকো। মঙ্গলবার সকালে রাজপরিবার ত্যাগ করে বিয়ে করতে গেলেন তিনি। রাজপরিবারে ফেরার রাস্তা চিরতরে বন্ধ হয়ে গেল। কিন্তু তা নিয়ে এতটুকু বিচলিত নন মাকো। বাড়ি ছাড়ার আগে বাবা, মা-কে একাধিকবার বো করেছেন তিনি। জড়িয়ে ধরেছেন বোন কিকোকে। তারপর গাড়ি করে বিয়ে করতে গেছেন নিজের দীর্ঘদিনের বন্ধুকে।

এখানেই বিপ্লব থেমে থাকেনি। রাজপরিবারের রীতি মেনে বিয়ে করেননি মাকো। অর্থ নেননি রাজপরিবারের। জাপানের রাজপরিবারের নিয়ম হলো, বাড়ির কোনো মেয়ে সাধারণ মানুষকে বিয়ে করলে তাকে রাজপরিবার ছেড়ে যেতে হয়। রাজপুত্রের ক্ষেত্রে অবশ্য সে নিয়ম খাটে না। রাজকন্যা চলে গেলে তাকে অর্থসাহায্য করা হয়। যা দিয়ে তার পরবর্তী জীবন কাটবে। মাকো সেই অর্থ নিতে অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, তার বর অ্যামেরিকায় আইনজীবী। বিয়ের পর তিনি বরের সঙ্গে অ্যামেরিকায় বসবাস করবেন আর পাঁচজন সাধারণ মানুষের মতো।

বেশ কিছুদিন মাকো এবং কোমুরোকে নিয়ে আলোচনা চলছে জাপানের সংবাদমাধ্যমে। বিয়ের জন্য অ্যামেরিকা থেকে জাপানে ফিরেছেন কোমুরো। তার পনিটেল দেখে জাপানের গণমাধ্যম সমালোচনাও করেছে। রাজকন্যার স্বামীর পনিটেল বিতর্ক তৈরি করেছে। কিন্তু মাকো এসব কোনো কিছুতেই মাথা ঘামাননি।

জাপানের একাংশের মিডিয়া আবার প্রিন্স হ্যারি এবং মেগান ম্যার্কেলের সঙ্গে তুলনা করতে শুরু করেছে মাকো-কোমুরোর। জাপানের হ্যারি-মেগান বলা হচ্ছে তাদের।

এসজি/জিএইচ (রয়টার্স, বিবিসি)