1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিয়ে করুন, কিন্তু বেশি লোক ডেকে নয়!

২৪ ফেব্রুয়ারি ২০১১

বিয়েতে আপনি কতজনকে দাওয়াত করেন? দুশো, পাঁচশো, হাজার, নাকি তারও বেশি? এখন থেকে এই সংখ্যা নিয়ন্ত্রণ করে দেয়ার পরিকল্পনা করছে সরকার৷ না বাংলাদেশে নয়, চিন্তাভাবনা চলছে ভারতে৷

https://p.dw.com/p/10OYr
ফাইল ফটোছবি: picture-alliance / dpa

খাবার নষ্ট হওয়া বাঁচাতে এই উদ্যোগের কথা ভাবছে সরকার৷ এজন্য অবশ্য নতুন কোনো আইন করতে হবে না৷ কারণ সেটা আছে, সেই ষাটের দশক থেকে৷ প্রয়োজন শুধু আইন প্রয়োগের সিদ্ধান্ত ও সদিচ্ছা৷

কিন্তু ইতিমধ্যে সমালোচনার মুখে পড়ে গেছে এই পরিকল্পনা৷ প্রধান বিরোধী দল বিজেপি একে ‘হাস্যকর' ও ‘প্রবল আপত্তিকর' একটি প্রস্তাব বলে আখ্যায়িত করেছে৷

ভারতের ‘দি মেল টুডে' পত্রিকায় এ সংক্রান্ত খবর প্রথম ছাপা হয়৷ সেখানে খাদ্যমন্ত্রী কে ভি টমাস বলেন, হিসেব করে দেখা গেছে ভারতে যত খাদ্যশস্য ও সবজি উৎপন্ন হয় তার প্রায় ১৫ ভাগই নষ্ট হয়ে যায় বিয়ে বা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অপচয়ের কারণে৷

মন্ত্রীর বিশ্বাস, নতুন করে এই আইনের প্রয়োগ শুরু করা গেলে যে পরিমাণ খাবার বাঁচবে সেটা গরিব মানুষের কাজে লাগবে৷ কিন্তু বিরোধী দল বলছে, সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে না পারায় গরিব মানুষের বেশি অসুবিধা হচ্ছে৷

জানা গেছে, ষাটের দশকে অভাবের কারণে এ ধরনের আইন প্রণয়ন করা হয়েছিল৷ কিন্তু এবার সেটা কোনো কারণ নয় বলে বার্তা সংস্থা এএফপি'কে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা৷ শুধুমাত্র অপচয় রোধ করতেই এরকম চিন্তাভাবনা চলছে বলেও তিনি মন্তব্য করেন৷

উল্লেখ্য, ভারতে সাধারণত বেশ জাঁকজমকের সঙ্গে বিয়ে অনুষ্ঠান করা হয়৷ যেখানে মেন্যু হিসেবে থাকে নানান পদের খাবার৷ কখনো কখনো দেশি ছাড়া বিদেশি খাবারের আয়োজনও করা হয়ে থাকে৷ ফলে অপচয়টাও হয় সেরকম৷

এদিকে সাম্প্রতিক সময়ে দেশটির অর্থনীতি ভাল হওয়ায় মানুষের হাতে প্রচুর অর্থ এসেছে৷ ফলে অপচয়ের মাত্রাও সেই হারে বেড়েছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য