বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা | পাঠক ভাবনা | DW | 25.03.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস৷ ত্রিশ লক্ষ শহীদ, দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ঘটে৷ গভীরভাবে শ্রদ্ধার সঙ্গে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করছেন বন্ধু ডা.এস এম এ হান্নান৷

‘‘সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি সকল বীর মুক্তিযোদ্ধাদের, যাদের অক্লান্ত ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের মাতৃভূমি৷ আসুন আমরা অনুষ্ঠান শোনার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে একটি সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই'' – লিখেছেন ডা.এস এম এ হান্নান, হরিপুর, পাবনা থেকে৷

বাংলাদেশে খাদ্য নিরাপত্তার বড় বাধা ‘দুর্নীতি' এই বিষয়ে বাংলাদেশ সরকার কোন প্রকার সমালোচনাই সহ্য করতে পারে না৷ সরকারের দাবি এই যে, বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা দেশের ক্ষমতা হাতে নিয়েছেন, রাজাকারদের শাসন শেষ হয়েছে, এখন বাংলাদেশে সুশাসন চলছে, দেশে ক্ষুধা-দুর্ভিক্ষ-দুর্নীতি আর নাই, বাংলাদেশের ঘরে ঘরে সুখ আর শান্তির বন্যা বইছে, পুলিশ-প্রশাসন জনগণের সাথে গলাগলি করছে, কুইক রেন্টালের বদৌলতে সারা দেশ বিদ্যুতের আলোতে ঝলমল করছে, সংসদে বিরোধীদল আর চেঁচামেচি-গালাগালি করছে না, আহ কী চমৎকার কোলাকুলি-গলাগলির রাজনীতি! শেখ হাসিনার চমক দেওয়া সরকারের সমালোচকরা তো পাকিস্তানি দালাল, রাজাকারদের দোসর! মন্তব্য ঢাকা থেকে বন্ধু নবী নওয়াজের৷

ডয়চে ভেলে সৌজন্যে একুশে টিভি চ্যানেলে প্রচারিত সাপ্তাহিক অনুষ্ঠান অন্বেষণ আস্তে আস্তে জনপ্রিয় হয়ে উঠছে৷ অনেকের কাছে মনে হচ্ছে এ যেন সংগ্রহের পথপ্রদর্শক হয়ে উঠেছে৷ তেমনি ভাবে আমার পলিটেকনিক পড়ুয়া বন্ধুদের মাঝে হয়ে উঠেছে এক প্রিয় অনুষ্ঠান৷ এখন রবিবারে ক্লাসে উপস্থিত হলেই বন্ধুরা কুশল বিনিময়ের সাথে সাথেই বলে উঠে, দোস্ত গতকাল অন্বেষণ কেমন দেখলি? সর্বোপরি মনে করি অন্বেষণের জনপ্রিয়তা অক্ষুণ্ণ থাকবে৷

রাজীব কুমার মণ্ডল, হাসিমপুর, সালামপুর, নাটোর থেকে জানিয়েছেন এ সব কথা৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন