‘বুড়িগঙ্গা রক্ষার নতুন উদ্যোগে খুশি’ | পাঠক ভাবনা | DW | 01.08.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘বুড়িগঙ্গা রক্ষার নতুন উদ্যোগে খুশি’

বুড়িগঙ্গা নদী রক্ষায় নতুন উদ্যোগ নামক প্রতিবেদনটি পড়ে আশার আলো জাগলো৷ বিভিন্ন পাতায় বিভিন্ন শিরোনামের ছবিগুলো দেখতেও খুব ভালো লাগলো৷

সতীত্ব ও ধর্ম রক্ষার নামে যেভাবে বিয়ে দেওয়া হয়, নাইজারের এই দুঃখজনক ঘটনা পড়ে মন ব্যথিত হলো৷ সরকারি আইন মানা হচ্ছে না, অল্প বয়সে সেখানে মেয়েদের বিয়ে দেওয়া হচ্ছে৷ বিধান চন্দ্র টিকাদার, গুলশান, ঢাকা থেকে লিখেছেন৷

বিজ্ঞান ও পরিবেশে মূত্র থেকে মোবাইল ও ইলেকট্রনিক গেজেট চার্জ দেবার অভিনব তথ্য জানতে পেরে অবাক হলাম৷ ব্রিটেনের ব্রিস্টল ইউনিভার্সিটি আর রোবোটিক ল্যাবরেটরির বিজ্ঞানীরা সম্প্রতি যে আবিষ্কারটি করেছেন, তার জন্য তাঁদেরকে আমার ধন্যবাদ রইলো৷ কিভাবে গোটা প্রক্রিয়াটি ঘটে তা খুব সহজ ও সরলভাবে তুলে ধরা হয়েছে৷ প্রস্রাব বা মূত্রকে বোধ হয় আর ঘেন্না করা যাবে না, যা বিজ্ঞানীদের নব নব উদ্ভাবনায় পরিষ্কার হচ্ছে৷ তবে এ ব্যাপারে একটি বিষয় প্রাসঙ্গিক হবে কিনা জানি না৷ আর সেটি হলো, ভারতের চিকিৎসাশাস্ত্রে প্রাচীন মুনি-ঋষিরা মূত্রপান অনেক রোগ সারাতে সাহায্য করে বলে উল্লেখ করেছেন, এটি শিবাম্বু নামেও পরিচিত৷ ব্যাপারটি কতটা বিজ্ঞানসম্মত বা স্বাস্থ্যকর তা জানার অপেক্ষায় থাকলাম৷ মো.আশরাফুল ইসলাম, পান্ডুয়া, হুগলি, ভারত থেকে জানিয়েছেন তাঁর মতামত৷

- ধন্যবাদ দু'জনকে বেশ অনেকদিন পরে আবারো মতামত জানিয়ে লেখার জন্য৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন