1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুধবার জার্মানি-আর্জেন্টিনা ফুটবল ম্যাচ

২৬ ফেব্রুয়ারি ২০১০

মিউনিখে জার্মানি ও আর্জেন্টিনার মধ্যে অনুষ্ঠেয় এই খেলার জন্য জার্মান কোচ ইওয়াখিম ল্যোয়েভ দুজন নতুন খেলোয়াড়ের নাম ঘোষণা করেছেন৷ খেলাটি হবে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ প্রতিযোগিতার প্রাক্কালে একটি টেস্ট ম্যাচ৷

https://p.dw.com/p/MDVA
ইওয়াখিম ল্যোয়েভছবি: AP

যে দুজন নতুন খেলোয়াড়কে সুযোগ দেয়া হয়েছে তাঁরা হলেন বায়ার লেভারকুজেন দলের টনি ক্রুস এবং বায়ার্ন মিউনিখের থমাস ম্যুলার৷ কোচ ল্যোয়েভ আর্জেন্টিনার বিরুদ্ধে খেলার জন্য মোট ২৬ সদস্যের নাম ঘোষণা করেছেন প্রস্তুতির জন্য৷ ল্যোয়েভ বলেন, বিশ্বকাপের বছরে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যত বেশি সম্ভব খেলোয়াড়কে সুযোগ দেয়া যাতে তাঁরা তাঁদের পারফরমেন্স দেখাতে পারেন৷ আগামী মে মাসের গোড়ায় বিশ্বকাপ প্রতিযোগিতার জন্য জার্মান জাতীয় দলের খেলোয়াড়দের প্রাথমিক নাম ঘোষণা করা হবে৷ তাই আগামী বুধবার জার্মানি ও আর্জেন্টিনার মধ্যে অনুষ্ঠেয় খেলাটি হবে খেলোয়াড়দের পারফরমেন্স দেখানো তথা চূড়ান্ত জাতীয় দলে অন্তর্ভুক্ত হওয়ার শেষ সুযোগ৷

প্রতিবেদক: আবদুস সাত্তার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক