1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুন্ডেসলিগা, চ্যাম্পিয়নস লীগ এবং বিশ্বকাপ, ফুটবল এখন সর্বত্র

২৯ মার্চ ২০১০

রবিবার বুন্ডেসলিগার ছিল দু’টি নাতিশীতোষ্ণ খেলা৷ তবে মঙ্গলবারই চ্যাম্পিয়ন্স লীগ, মিউনিখের মাঠে৷ আর বিশ্বকাপের হাতছানির কথা ভাবছে শালকে’র কেভিন কুরানি৷

https://p.dw.com/p/MgaP
ফুটবল এখন সর্বত্রছবি: AP

হামবুর্গের পরের মরশুমে চ্যাম্পিয়ন্স লীগে খেলার যেটুকু আশা ছিল, তারও প্রায় জলাঞ্জলি ঘটল রবিবার বোরুসিয়া মোয়েনশেনগ্লাডবাখ-এর কাছে ০-১ গোলে হেরে৷ ইতিপূর্বে রেলিগেশনের বিরুদ্ধে মরণপণ সংগ্রামে লিপ্ত ফ্রাইবুর্গ হফেনহাইমে গিয়ে ১-১ ড্র করে আসে৷ বস্তুত বুন্ডেসলিগার আসল চমক ছিল শনিবার, যখন শালকে বায়ার লেভারকুজেনকে ২-০ গোলে হারিয়ে পয়েন্টের তালিকার শীর্ষে ওঠে - বায়ার্ন মিউনিখকে পিছনে ফেলে৷ শালকের হয়ে দু'টি গোলই করে কেভিন কুরানি৷ নামটা মনে আছে তো?

হ্যাঁ, এই মাথাগরম ফরোয়ার্ডই দেড় বছর আগে জার্মান জাতীয় দল থেকে ওয়াক-আউট করে, কেননা তাকে রাশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ কোয়ালিফায়ারে নামান'নি জাতীয় একাদশের কোচ ইওয়াখিম লোয়েভ৷ হাফটাইমে মাঠ ছেড়ে চলে যায় কুরানি, কাউকে কিছু না বলে৷ সে-যাবৎ তার নাম লোয়েভের কালো খাতায়৷ কিন্তু এবার শালকের কোচ ফেলিক্স মাগাথ জানিয়েছেন যে, লোয়েভ নাকি আবার কুরানির সঙ্গে যোগাযোগ করেছেন৷ তবে কি কুরানির এবার দক্ষিণ আফ্রিকা যাবার ডাক পড়বে?

ওদিকে বায়ার্ন মিউনিখের খেলোয়াড়দের বোধহয় আপাতত বুন্ডেসলিগার দিকে মন নেই, কেননা মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার-ফাইনালে মিউনিখের আলিয়ান্স এ্যারোনায় খেলতে আসছে ম্যানচেস্টার ইউনাইটেড৷ অথচ বায়ার্নের সেরা ফরোয়ার্ড আরিয়েন রবেন-এর পায়ের ডিমে যে টান ধরেছিল, তা' সারার লক্ষণ নেই, যদিও পুরোপুরি আশা ছাড়েননি কোচ লুইস ফ্যান গাল৷ আর জার্মানির জাতীয় দলের ফরোয়ার্ড মারিও গোমেজ অন্তত চোট সারিয়ে মাঠে ফিরছে৷

প্রতিবেদক : অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা : আরাফাতুল ইসলাম