1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুন্দেসলিগায় জয় পেলো শালকে, ফ্রাঙ্কফুর্ট

১৫ ফেব্রুয়ারি ২০১০

প্রথমার্ধেই শালকেকে এগিয়ে দিয়েছেলেন জোয়েল ম্যাটিপ৷ দ্বিতীয়ার্ধে সেই ব্যবধান আরো বাড়ালেন জেফারসান ফারফান৷ ফলাফল কোলনের বিরুদ্ধে ২-০ গোলে স্বস্তির জয়৷ আর শালকের এই জয় কোলনকে আবারো ঠেলে দিলে বিপদের মুখে৷

https://p.dw.com/p/M1AG
শেষ বেলায় গোলের পর হালিল আল্টিনটপছবি: AP

তিন নম্বরে শালকে

শালকে জয় পায় প্রায় ৬১,০০০ ভক্তের সামনে, গেলজেনকিরশেনের ভ্যাল্টাইনস এরিনাতে৷ এই জয়ের ফলে বুন্দেসলিগা পয়েন্ট তালিকায় তারা পৌঁছেছে তিন নম্বরে৷ বায়ার লেভারকুজেন আর বায়ার্ন মিউনিখের ঠিক পরে৷ অবশ্য কোলন এর ফলে খানিকটা বিপদে পড়লেও এখনো আশার আলো নিভে যায়নি তাদের৷ রবিবার খেলায় প্রথম দিকে একেবারেই ছন্দ পাচ্ছিলনা দলটি৷ তাদের তারকা খেলোয়ার লুকাস পোডলস্কি একটি ফ্রি কিকের সুযোগ পেলেও তা সহজেই ফিরিয়ে দেয় শালকের গোলরক্ষক৷ আর দ্বিতীয়ার্ধে বল নিয়ে শালকের গোলের ধারেকাছেও ভিড়তে পারেনি কোলনের যোদ্ধারা৷ এরই মাঝে খেলা শেষের নয় মিনিট আগে শালকের ফারফান বল জড়িয়ে দেন কোলনের জালে৷ এরপর আর ঘুরে দাঁড়ানোর কোন সুযোগ পায়নি কোলন৷

Fußball Bundesliga Eintracht Frankfurt - SC Freiburg Flash-Galerie
প্রথম গোল করার পর ফ্রাইবুর্গের পাপিসছবি: AP

নিচের দিক দিয়ে তৃতীয়

রবিবারের অপর খেলায় শেষ মিনিটের গোলে এসসি ফ্রাইবুর্গের বিরুদ্ধে জয় পেলো ফ্রাঙ্কফুর্ট৷ ১-১ গোলে সমতা বজায় রাখা ফ্রাইবুর্গ শেষ বেলায় হালিল আল্টিনটপের গোলে জয় ছেড়ে দিলো ফ্রাঙ্কফুর্টের কাছে৷ আর এই পরাজয়ের ফলে তালিকার নিচের দিকেই রয়ে গেছে ফ্রাইবুর্গ৷ অথচ রবিবারের খেলায় সুচনার গোলটা এসেছিল তাদের কাছ থেকেই৷ খেলার পঁচিশ মিনিটের মাথায় পাপিস ডেম্বা গোল করে এগিয়ে দেয় ফ্রাইবুর্গকে৷ কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট পাঁচেক আগেই ফ্রাইবুর্গের গোলে সোজা শটে বল জড়ান ফ্রাঙ্কফুর্টের বেনইয়ামিন ক্যোয়েলার৷ এরপর খেলার ৭৯ মিনিটের মাথায় আরেকটি গোল করার সুযোগ পায় ফ্রাঙ্কফুর্ট৷ কিন্তু সেটা ফিরিয়ে দেন ফ্রাইবুর্গের গোলরক্ষক৷

সে যাই হোক, খেলা শেষের মাত্র এক মিনিট আগে ফ্রাঙ্কফুর্টের পক্ষে জয়সুচক গোলটি করেন আল্টিনটপ৷ আর তাই দিনশেষে ৩৪ পয়েন্ট নিয়ে ফ্রাঙ্কফুর্টের অবস্থান বুন্দেসলীগা টেবিলের সাত নম্বর ঘরে৷ অন্যদিকে, ফ্রাইবুর্গের হাতে আছে ১৯ পয়েন্ট আর তাদের অবস্থান টেবিলের নিচের দিক দিয়ে তৃতীয়, হের্থা বিএসসি বার্লিন আর এফসি নুরেমবার্গের ঠিক উপরে৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়