1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুলবুলে ছয় জনের মৃত্যু, নিখোঁজ ৩৬

১০ নভেম্বর ২০১৯

ঘূর্ণিঝড় বুলবুল দুর্বল হয়ে পরিণত হয়েছে গভীর স্থল নিম্নচাপে৷ বৃষ্টি ঝরিয়ে সেটি ক্রমশ দুর্বল হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর৷ নামিয়ে আনা হয়েছে বিপদ সংকেতও৷

https://p.dw.com/p/3Smg4
Bangladesch Zyklon Bulbul
ছবি: AFP/D. Sarkar

উপকূলে বুলবুলের আঘাতে ছয় জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৩০ জন৷ সেই সঙ্গে নিখোঁজ রয়েছেন ৩৬ জেলে৷ ছয় হাজার বাড়ি আংশিক বা পুরোপুরি ক্ষতিগ্রস্থ হয়েছে৷ স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স৷ 

প্রাণ হারানো ছয়জনের পাঁচজনই গাছ পড়ে মারা গেছেন৷ তাদের মধ্যে ৫২ বছর বয়সি এক নারীও রয়েছেন৷ রোববার তিনি আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরে গিলে এই দুর্ঘটনার শিকার হন৷ এছাড়াও মৃতদের মধ্যে ৬০ বছর বয়সী একজন জেলে আছেন, যিনি আশ্রয়কেন্দ্রে যেতে রাজি হননি৷ 

ভোলা জেলার জনপ্রতিনিধি আনোয়ার উদ্দীন রয়টার্সকে জানান, সেখানকার দু’টি মাছ ধরার নৌকা সাগর থেকে ফিরে আসেনি৷ পরিবারের সদস্যরা তাদের সঙ্গে কোন যোগাযোগ করতে পারেনি৷ 

এদিকে ঘূর্ণিঝড় বুলবুলের বিপদ এখন অনেকটাই কেটে গেছে৷ উপকূল অতিক্রম করার পর সেটি ক্রমশ দুর্বল হয়ে পরিণত হয়েছে গভীর স্থল নিম্নচাপে৷ মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর৷ সেই সঙ্গে চট্টগ্রাম সমুদ্র বন্দরের পূর্বের নয় নম্বর মহাবিপদ সংকেত এবং কক্সবাজার সমুদ্র বন্দরের চার নম্বর সংকেতও নামিয়ে আনতে বলা হয়েছে৷ আবহাওয়া অফিস বলছে, গভীর নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, নোয়াখালী , লক্ষীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে৷ সেই সঙ্গে থাকতে পারে ঘন্টায় ৫০-৬০ কিলিমিটার বেগের ঝড়ো হাওয়া৷

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ রোববার সকাল ১০টায় এক ব্রিফিংয়ে বলেন, ‘‘বুলবুল এখন স্থল নিম্নচাপ হিসাবে অবস্থান করছে বাগেরহাট, পটুয়াখালী ও খুলনা এলাকায়৷ আমরা স্বাভাবিকের দিকে যাচ্ছি৷ ১০০ কিলোমিটার বেগের ঝড় এসে একেবারে ক্ষয়ক্ষতি হয়ে যাবে তেমন আশঙ্কা আর নেই৷ তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে ২৪ থেকে ৪৮ ঘন্টা লাগতে পারে৷''

এর আগে শনিবার রাত নয়টায় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার সাগর দ্বীপ উপকূলে আঘাত হানে অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুল৷ এসময় সেখানে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১১৫ কিলোমিটার থেকে ১২৫ কিলোমিটার৷ রোববার ভোর ৫টার দিকে বুলবুল বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পৌঁছায়৷ ঘূর্ণিঝড়ের কারণে শনিবার রাত পর্যন্ত যে ২১ লাখ মানুষকে উপকূলীয় অঞ্চলের ৫ হাজার ৫৮৮টি আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছিল৷ তারা ধীরে ধীরে বাড়ি ফিরতে শুরু করেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মহসিন৷

এদিকে, দমকা হাওয়ায় গাছ চাপা পড়ে খুলনা ও পটুয়াখালীতে তিনজনের এবং বরগুনা সদর উপজেলায় একটি আশ্রয়কেন্দ্রে অসুস্থ হয়ে এক নারীর মৃত্যু হয়েছে বলে বিডিনিউজটোয়েন্টিফোরডটকম তাদের প্রতিবেদনে জানিয়েছে৷

এফএস/এআই (আবহাওয়া অধিদপ্তর, রয়টার্স, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান