1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বৃটেনের তালিকাভুক্ত জঙ্গি নেতা বাংলাদেশে গ্রেফতার

১৬ এপ্রিল ২০১০

নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের যুক্তরাজ্য শাখার নেতা গোলাম মোস্তফাকে আবারও গ্রেফতার করা হয়েছে৷ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানিয়েছে বাংলাদেশী বংশোদ্ভূত এই ব্রিটিশ নাগরিক যুক্তরাজ্যেও জঙ্গি হিসেবে তালিকাভুক্ত৷

https://p.dw.com/p/MydU
গোলাম মোস্তফাছবি: DW

গোলাম মোস্তফার বিরুদ্ধে সেখানে মামলাও রয়েছে৷

শুক্রবার ভোররাতে সিলেট থেকে গ্রেফতার করা হয় তাকে৷ এর আগে ২০০৭ সালের ২ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এক বাসা থেকে গ্রেফতার করা হয়েছিল তাকে৷ ওই সময় তার কাছ থেকে একটি ব্রিটিশ পাসপোর্ট, একটি অত্যাধুনিক পিস্তল, গুলির ম্যাগাজিন, জিহাদি বই এবং বোমা ও গ্রেনেড তৈরির একটি বইও উদ্ধার করা হয়৷ ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় আদালত তাকে ১৭ বছরের কারাদন্ডও দিয়েছে৷ গত জানুয়ারি মাসে জামিনে বেরিয়ে আসার পর থেকে পলাতক ছিলেন গোলাম মোস্তফা৷

দ্বিতীয় দফায় সিলেটে গ্রেফতারের পর শুক্রবারই তাকে ঢাকায় নিয়ে আসা হয়৷ এরপর আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানানো হলে আদালত উভয় পক্ষের শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন৷

শুক্রবার দুপুরে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মলেনে ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহীদুল হক বলেন, আফগানিস্তান ফেরত এই মুজাহিদের দেয়া তথ্য অনুযায়ী রাজধানীর হাজারীবাগে তার শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে একটি ইসলামী রাজনীতির বই, আফগান মুজাহিদদের যুদ্ধের ছবি সম্বলিত বই এবং বোমা ও গ্রেনেড তৈরির কলাকৌশলের বই উদ্ধার করা হয়েছে৷

মহানগর পুলিশ কমিশনার জানান, আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে সরাসির যুদ্ধে অংশ নেয়া গোলাম মোস্তফা দলের গ্রেফতারকৃত নেতা মাওলানা আবদুস সালামসহ অন্যদের জামিনে মুক্ত করার চেষ্টা চালাচ্ছিল৷ তিনি বিভিন্ন জঙ্গিগোষ্ঠীকে অর্থ সরবরাহের সাথেও জড়িত ছিলেন৷

জঙ্গি সংক্রান্ত তথ্যের জন্য গোলাম মোস্তফাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে বলে জানান, পুলিশ কমিশনার৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক