1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বৃষ্টির অপেক্ষায় দেশবাসী

১৩ অক্টোবর ২০২১

ভ্যাপসা গরমে দেশের বিভিন্ন এলাকার জনজীবন এখন অস্থির৷ তবে বিভিন্ন স্থানে বৃষ্টির প্রবণতা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস৷ এতে খানিকটা স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে৷

https://p.dw.com/p/41bgx
প্রতীকী ছবিছবি: Romeu da Silva/DW

দেশের কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও গুমোট ভাব রয়েছে৷ ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেটে দেশের সর্বোচ্চ ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে৷ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস৷

দেশের বেশিরভাগ এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে৷ বিডিনিউজকে আবহাওয়াবিদ মো. আরিফ হোসেন বলেন, ‘‘দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দেশের বাকি এলাকায় থেকে বিদায়ের অবস্থায় রয়েছে৷ মৌসুমি বায়ু দেশের উপর কম সক্রিয়, উত্তর বঙ্গোপসাগরেও দুর্বল অবস্থায় রয়েছে৷ দুয়েক দিনের মধ্যে একটা লঘুচাপ সৃষ্টি হতে পারে৷ এমন আবহাওয়ায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে৷'' লঘুচাপের ফলে দুয়েক দিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বেড়ে ভ্যাপসা গরমে কেটে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি৷

আশ্বিন মাস প্রায় শেষ, হেমন্ত দরজায় কড়া নাড়ছে৷ এখন দিনে গরম থাকলেও শেষ রাতে তাপমাত্রা কমে ভোরের বাতাসে ঠান্ডাভাব৷ ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী  ও সিলেট  বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে৷

অক্টোবর মাসে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাত এবং এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে৷ এবং এর মধ্যে একটি ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে বলে আবহাওয়া অফিসের  দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানানো হয়েছে৷

গত মাসে বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ সৃষ্টি হয় এবং এর একটি ঘূর্ণিঝড় ‘গুলাব' এর রূপ নিয়ে ভারতের অন্ধ্র ও ওড়িশা উপকূল অতিক্রম করে৷ তবে সেই ঝড়ের তেমন কোনো প্রভাব পড়েনি বাংলাদেশে৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)  

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য