1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বৃষ্টি নাকি জয়বর্ধনে - কে জেতালো শ্রীলংকাকে?

৪ মে ২০১০

মুরালিধরন বিনা শ্রীলংকা একটু দুশ্চিন্তাতেই ছিল৷ তার উপর এই ম্যাচ হারলে বিদায়ও নিশ্চিত৷ তাই চাপও ছিল বেশি৷ কিন্তু সেই মনের চাপকে ব্যাটের চাপে ফেলে টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ সেঞ্চুরিটি করে ফেললেন জয়বর্ধনে৷

https://p.dw.com/p/NDko
জয়বর্ধনে (ফাইল ফটো)ছবি: AP

তাও কি যেসে সেঞ্চুরি! মাত্র ৬৪ বলে ১০টি চার আর চারটি ছয়ের সুবাদে এই সেঞ্চুরি হাঁকালেন শ্রীলংকার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনে৷ আর এমন মারকুটে ব্যাটিংয়ের কল্যাণে দলটি প্রথম পাঁচ ওভারে তোলে ৫০ রান, আর ১২ ওভারে ১০০ রান৷

বলা বাহুল্য, ক্রিকেটের ছোট আসর মানে টোয়েন্টি টোয়েন্টিতে এমন রান রেটইতো চায় যেকোন দল৷ পরে অবশ্য শ্রীলংকার রানের এই গতি কিছুটা কমিয়ে দিতে সক্ষম হয় জিম্বাবোয়ে৷ তারপরও ২০ ওভার শেষে শ্রীলংকা পৌঁছে যায় ১৭৩ রানের স্বস্তিদায়ক অবস্থায়৷

জবাবে জিম্বাবোয়ে প্রথম ওভার খেলতেই শুরু হয় বৃষ্টি৷ বন্ধ হয়ে যায় খেলা৷ এরপর ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে জিম্বাবোয়ের নতুন লক্ষ্য নির্ধারণ করে দেয়া হয় ১১ ওভারে ১০৬ রান৷ খেলতে নেমে অবশ্য পাঁচ ওভারে দলটি তোলে ২৯ রান, হারায় এক উইকেট৷ তখনই আবারো বৃষ্টি৷ ফলে নির্ধারিত লক্ষ্য পূরণে ব্যর্থ হয়ে ১৪ রানের পরাজয় মেনে নেয় জিম্বাবোয়ে৷ তাই এমন বৃষ্টি বিঘ্নিত ম্যাচ শেষে ক্রিকেটমোদীদের প্রশ্ন, শ্রীলংকাকে জেতালো কে? বৃষ্টি নাকি জয়বর্ধনে?

সে যাই হোক, এই ম্যাচের ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন জয়বর্ধনে৷ অন্যদিকে, আরো একটি সুখবর দিয়েছেন শ্রীলংকার অধিনায়ক৷ কুঁচকির চোট কাটিয়ে মুথিয়া মুরলিধরন নাকি ফিরতে পারেন টোয়েন্টি টোয়েন্টির আসরেই৷

এদিকে, ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় নিজেদের মাঠে বৃষ্টির সুবাদে জয় পেয়েছে স্বাগতিক দল৷ প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ২০ ওভারে ১৯১ রান৷ টোয়েন্টি টোয়েন্টির জন্য শক্তিশালী এই স্কোর গড়তে দলটিকে সহায়তা করেন অইন মর্গেন৷ ৩৫ বলে ৫৫ রান করেন তিনি৷

জবাবে বৃষ্টির কারণে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্যমাত্রা ছোট করে দেওয়া হয়৷ ৬ ওভারে ৬০ রানে সেই লক্ষ্যমাত্রা পূরণে বিধ্বংসী ব্যাটিং করেন অধিনায়ক ক্রিস গেইল৷ দুই চার আর দুই ছয়ে ১২ বলে তাঁর সংগ্রহ ২৫ রান৷

এই জয়ের সুবাদে ছোট বিশ্বকাপের ‘সুপার এইট' এর তালিকায় ঢুকে গেল ওয়েস্ট ইন্ডিজ৷ অন্যদিকে, ইংল্যান্ডকে সে অবধি যেতে হলে জিততে হবে পরের ম্যাচে, আয়ারল্যান্ড এর বিরুদ্ধে৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়