1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেগম জিয়ার সেনানিবাসের বাড়ি ছাড়া নিয়ে জল্পনা-কল্পনা

১৩ নভেম্বর ২০১০

খালেদা জিয়ার বাড়ি ছাড়ার নির্ধারিত সময়সীমা শেষ হয়েছে শুক্রবার মধ্যরাতে৷ তিনি শনিবার বাড়ি ছাড়ছেন বলে খবর পাওয়া গেলেও তাঁর প্রেস সচিব একে গুজব বলে উড়িয়ে দিয়েছেন৷ তবে তিনি দাবি করেন বাড়িটি ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী৷

https://p.dw.com/p/Q7hq
Bangladesh, Nationalist, Party, BNP, Chairperson, Khaleda, Zia Dhaka, বেগম, খালেদা, জিয়া, সেনানিবাস, বাড়ি
বেগম খালেদা জিয়া (ফাইল ছবি)ছবি: Mustafiz Mamun

খালেদা জিয়াকে ১ মাসের মধ্যে সেনানিবাসের বাড়ি ছাড়ার নির্দেশ দেয় হাইকোর্ট গত ১৩ই অক্টোবর৷ এই একমাস সময়সীমা উত্তীর্ণ হয়েছে শুক্রবার মধ্যরাতে৷ আর মধ্যরাত থেকেই খবর ছড়ায় খালেদা বাড়ি ছাড়ছেন৷ এজন্য ২৯ মিন্টো রোডে বিরোধী দলীয় নেত্রীর সরকারি বাড়িটিও প্রস্তুত রাখা হয়েছে৷ খালেদা জিয়া ওই বাড়িতে উঠতে পারেন৷ এমনকি বিভিন্ন পক্ষ থেকে খবর আসে খালেদা জিয়া তাঁর বাড়ির আসবাবপত্র আত্মীয়-স্বজনের বাসায় সরিয়ে নিচ্ছেন৷

খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সংবাদ মাধ্যমকে জানান, খালেদা জিয়া বাড়ি ছেড়ে দিচ্ছেন এমন খবর গুজব ছাড়া কিছুই নয়৷ তবে সরকার আইনের তোয়াক্কা না করে খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করতে চাচ্ছে৷ তাঁর দাবি বাড়িটি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে৷ মারুফ কামাল খান জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে খালেদা জিয়া সেনানিবাসের বাসায়ই আছেন৷ এর আগে তিনি গুলশানের কার্যালয়ে গিয়েছিলেন ইউএনডিপি'র প্রশাসক হেলেন কিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে৷

খালেদা জিয়া বাড়ি ছাড়তে পারেন এমন খবরে মধ্যরাত থেকে সেনানিবাসের প্রবেশ পথ জাহাঙ্গীর গেটে বিএনপির নেতা-কর্মীরা ভিড় করেন৷ তবে তাদের কাউকে ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি৷

এদিকে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ দাবি করেছেন, খালেদা বাড়ি না ছাড়লে আদালত অবমাননা হবে এটর্নি জেনারেলের এমন বক্তব্যই বরং আদালত অবমাননা৷ মওদুদের দাবি খালেদার বাড়ি ছাড়া না ছাড়ার বিষয়টি এখনো আদালতে বিচারাধীন৷ আর খালেদার আইনজীবী টিএইচ খান বলেছেন, খালেদাকে ৩০ দিনের মধ্যে বাড়ি ছাড়তে হবে এটি বেআইনি৷

ইজারা দলিলের মাধ্যমে ১৯৮১ সালের ১৩ই জুন খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের ১৬৫ কাঠা জমির ওপর বাড়িটি দেয়া হয়৷ ২০০৯ সালের ২০শে এপ্রিল খালেদা জিয়াকে বাড়ি ছাড়ার নোটিশ দেয় সামরিক ভূমি ও ক্যন্টনমেন্ট অধিদপ্তর৷ পরে আরো দু'বার নোটিশ দেয়া হয়৷ খালেদা জিয়া ওই নোটিশকে হাইকোর্টে চ্যালেঞ্জ করলে আদালত তাঁর আবেদন খারিজ করে নোটিশ বৈধ ঘোষণা করে৷ ক্যন্টনমেন্টের বাড়ি ছাড়ারও নির্দেশ দেয় আদালত৷ খালেদা জিয়া এর বিরুদ্ধে আপিল করেছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: ফাহমিদা সুলতানা

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান