1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেতন বাড়ছে বাংলাদেশি ক্রিকেটারদের

২ নভেম্বর ২০১০

নিউজিল্যান্ডকে ধবল ধোলাইয়ের আনন্দের রেশ এখনও কাটেনি৷ তার মধ্যে আরও একটি খুশির খবর পেলেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা৷ তাদের ১৫ শতাংশ বেতন বাড়ানো হচ্ছে৷

https://p.dw.com/p/Pvwp
Bangladesh cricketers
ছবি: AP

সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে ৪-০ তে ধবল ধোলাই করে টাইগাররা৷ এখন পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটের সেরা অর্জন বলা চলে এই জয়কে৷ তার পুরস্কার হিসেবে বোনাস তো রয়েছেই, এর সঙ্গে এখন যোগ হচ্ছে বাড়তি বেতন৷ জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টেকনিক্যাল কমিটি ক্রিকেটারদের বেতন ১৫ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে৷ বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ জাতীয় দলের ক্রিকেটারদের চারটি বিভাগে বেতন দেওয়া হয়ে থাকে৷ এ প্লাস বিভাগে বেতন এক লাখ আট হাজার টাকা, এ বিভাগে ৯০ হাজার, বি বিভাগে ৭১ হাজার এবং সি বিভাগে ৫৩ হাজার টাকা বেতন দেওয়া হয়৷ এর বাইরে রুকি বিভাগে ক্রিকেটাররা বেতন পান ৩৬ হাজার টাকা করে৷ চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বাইরে নতুন কেউ যদি জাতীয় দলে সুযোগ পেয়ে থাকেন তিনিও রুকি ক্যাটাগরিতে বেতন পেয়ে থাকেন৷ বিসিবির নির্ধারিত এসব বেতনের বাইরেও খেলোয়াড়দের জন্য ম্যাচ প্রতি প্রাইজমানি তো রয়েছেই৷

কক্সবাজারে নতুন স্টেডিয়াম

এদিকে আগামী বছরের ক্রিকেট বিশ্বকাপের জন্য এই মুহূর্তে জোর প্রস্তুতি চলছে৷ জানা গেছে, ঢাকা ও ঢাকার বাইরের আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুগুলোর সংস্কারের জন্য বাড়তি অর্থায়ন করতে যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়৷ এছাড়া আগামী ২০১৪ সালের টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ আয়োজন কক্সবাজারে করতে চায় বিসিবি৷ এই লক্ষ্যে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কক্সবাজারে নতুন একটি স্টেডিয়াম তৈরি করতে যাচ্ছে তারা৷ তাদের এই কাজে সহায়তা করতে এগিয়ে এসেছে ক্রীড়া মন্ত্রণালয়৷ ক্রীড়া সচিব মাহবুব আহমেদ জানিয়েছেন, কক্সবাজারে প্রস্তাবিত নতুন স্টেডিয়ামটি নির্মাণ করবে মন্ত্রণালয় নিজেই৷ এজন্য বিদেশি অনুদান পাওয়া না গেলে নিজস্ব তহবিল থেকেই এই ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হবে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আরাফাতুল ইসলাম