1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঘুসের জন্য হত্যা, নির্যাতন

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৭ জুন ২০১৩

সরকারের শেষ সময়ে পুলিশ বেপরোয়া হয়ে উঠেছে৷ সাভারে ঘুসের জন্য পুলিশ এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ৷ এদিকে, হত্যাকাণ্ডটিতে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে৷

https://p.dw.com/p/18leT
Police raid an area after activists of Bangladesh Nationalist Party (BNP) threw hand bombs at them during a country wide strike in Dhaka March 7, 2013. Bangladesh Nationalist Party and its alliance called the daylong strike in protest against what it said were violence and killings by the police in their protest rally over war tribunals on Wednesday, local media reported. REUTERS/Andrew Biraj (BANGLADESH - Tags: POLITICS CIVIL UNREST)
ছবি: Reuters

ঢাকার অদূরে সাভারের হেমায়েতপুর এলাকার ব্যবসায়ী শামিম সরকারকে (৩৫) সাভার থানা পুলিশ আটক করে বুধবার রাতে৷ এরপর তাঁর পরিবারের সদস্যদের কাছে রাতের মধ্যেই পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়৷ কিন্তু তাঁরা রাতে টাকাটা দিতে পারেননি৷ বৃহস্পতিবার সকালে ব্যাংক খুললে টাকা তুলে পুলিশকে দেয়ার জন্য পাঁচ লাখ টাকা নিয়ে গেলে, শামিমের আত্মীয়স্বজন জানতে পারেন যে নির্যাতনে শামিমের মৃত্যু হয়েছে৷ আর তাঁর লাশ ঢাকার মিটিফোর্ড হাসপাতাল মর্গে রেখে এসেছে পুলিশ৷

শামীমের ভাই আমিন সরকার ডয়চে ভেলের কাছে অভিযোগ করেন যে, বুধবার রাতে সাভার থানা থেকে শামিমকে হেমায়েতপুর পুলিশ ফাঁড়িতে নেয়া হয়৷ সেখানে একটি টিনশেড ঘরে পুলিশ সদস্যরা তাঁর ওপর রাতভর নির্যাতন চালায়৷ নির্যাতনে তাঁর মৃত্যু হলে লাশটা মিডফোর্ড হাসপাতালে নিয়ে গুমেরও চেষ্টা করে৷ কিন্তু মর্গের ডাক্তারদের জন্য তাঁরা সে কাজে ব্যর্থ হয়৷

এই ঘটনায় হত্যা মামলা হলে শুক্রবার সাভার থানার সাব-ইন্সপেক্টর ইমদাদুল হক এবং কনস্টেবল ইউনুস আলি, মো. রমজান ও মোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়৷ তবে নির্যাতন এবং হত্যার মূল আসামি সহকারী সাব-ইন্সপেক্টর আকিদুল ইসলাম এখনো পলাতক৷ ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন ডয়চে ভেলেক জানান, তারা প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছেন যে ব্যবসায়ী শামিম সরকারকে ঘুসের জন্য নির্যাতন চালিয়ে পাঁচজন পুলিশ সদস্য হত্যা করেছে৷ তারা পলাতক আকিদুল ইসলামকেও গ্রেপ্তার করতে সক্ষম হবেন বলে জানান তিনি৷ এছাড়াও তিনি দাবি করেন যে, এই ঘটনার দায় পুলিশ বাহিনী নেবে না৷ যারা অপরাধ করেছে তাদের বিচার হবেই৷

Shammi Akter (C) a lawmaker of the opposition Bangladesh Nationalist Party (BNP) is detained by police after falling off a police van during a country wide strike in Dhaka March 7, 2013. Bangladesh Nationalist Party and its alliance called the daylong strike in protest against what it said were violence and killings by the police in their protest rally over war tribunals on Wednesday, local media reported. REUTERS/Stringer (BANGLADESH - Tags: POLITICS CIVIL UNREST)
ছবি: Reuters

অন্যদিকে, ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম এবং ইন্সপেক্টর আজহারুল ইসলাম ও সাব-ইন্সপেক্টর আবুল হাসনাতের বিরুদ্ধে এক ব্যবসায়ীকে নির্যাতন চালিয়ে এক কোটি টাকা ঘুস আদায়ের অভিযোগের তদন্ত শুরু হয়েছে৷ অভিযোগ, তারা ব্যবসায়ী আবিদুল ইসলামকে তাঁর গুলশানের বাসা থেকে ধরে নিয়ে এসে গোয়েন্দা অফিসে নির্যাতন চালায়৷ তবে তাঁর পরিবার এক কোটি টাকা ঘুস দেয়ার পর তাঁকে ছেড়েও দেয়া হয়৷ এ নিয়ে ব্যাংক থেকে টাকা তোলা এবং গোয়েন্দা কর্মকর্তাদের টাকা হস্তান্তরের ভিডিও ফুটেজসহ তথ্য প্রমাণ দিয়ে অভিযোগ করার পর তদন্ত কমিটি গঠন করা হয়৷ তদন্ত কমিটির প্রধান মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম শুক্রবার ডয়চে ভেলেকে জানান যে তদন্ত এখনো শেষ হয়নি৷ তদন্ত শেষ না হওয়ার আগে বিস্তারিত তিনি কিছু বলতেও রাজি হননি৷ তবে এরই মধ্যে উপ-পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলামকে বদলি এবং ইন্সপেক্টর আজহারুল ইসলাম ও সাব ইন্সপেক্টর আবুল হাসনাতকে গোয়েন্দা বিভাগ থেকে প্রত্যাহার করা হয়েছে৷

আইন ও শালিস কেন্দ্রের পরিচালক নূর খান ডয়চে ভেলেকে বলেন, দুটি ঘটনাই তাঁরা তদন্ত করছেন৷ তাঁদের কাছে মনে হয়েছে, সরকারের শেষ সময়ে পুলিশ বেপরোয়া হয়ে উঠেছে৷ তারা ঘুস আদায়ের জন্য আটক, নির্যাতন এবং হত্যাকাণ্ডে জড়িয়ে পড়ছে৷ তিনি বলেন, সরকার যদি জড়িত পুলিশ সদস্যদের কঠোর শাস্তি এবং দুর্নীতিবাজ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে পরস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে৷ নূর খান বলেন, সাভারের ঘটনায় সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেছে, হামলা চালিয়েছে পুলিশ ফাঁড়িতে৷ তাই সাধারণ মানুষ পুলিশের মুখোমুখি অবস্থান নিতে পারে বলে আশঙ্কা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য