1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অনিশ্চয়তায় বেল

৭ সেপ্টেম্বর ২০১৩

রেয়াল মাদ্রিদের সহকারী কোচ পল ক্লিমেন্ট দশ কোটি ইউরোর নতুন আমদানি সম্পর্কে গোড়াতেই একটি বস্তু স্পষ্ট করে দিয়েছেন: এ হলো রেয়াল; এখানে মানুষজন কোনো প্লেয়ারের দাম দেখে ভির্মি খায় না৷

https://p.dw.com/p/19cyu
ছবি: Gerard Julien/AFP/Getty Images

ভির্মি খাবার মতোই নগদমূল্য দিতে হয়েছে গ্যারেথ বেলকে টটেনহ্যাম থেকে মাদ্রিদে আনতে৷ কিন্তু এই গ্যারেথ বেল ও তাঁর ভাবমূর্তি থেকে যদি সেই বিনিয়োগ উশুল করতে হয়, তাহলে বেলকে মাঠে প্রমাণ করতে হবে যে তিনি একজন সুপারস্টার৷ বেলকে যে ছ'বছরের কনট্র্যাক্ট দেওয়া হয়েছে, তা-তে তাঁর নিজের পারিশ্রমিকই হলো ৯৪ মিলিয়ন ইউরো৷ এই টাকা হাঁসিল করার জন্যেই তো বেলকে নিয়মিত খেলানো উচিত৷

কিন্তু গ্যালাকটিকার তারকাদের ঘেঁটে অভ্যস্ত মাদ্রিদে টাকাটা বড় কথা নয়৷ এর আগে জিদান অথবা রোনাল্ডোকে কেনার সময়েও মাদ্রিদ টাকার অঙ্কটাকেই শুধু বড় করে দেখেনি৷ রেয়ালের ইমেজটাই হলো বড় কথা৷ কাজেই সহকারী কোচ পল ক্লিমেন্ট গত বুধবার বিবিসি-র এক সাক্ষাৎকারে ঠিক সেই কথাটাই পরোক্ষভাবে স্মরণ করিয়ে দিয়েছেন: রেয়াল বেলকে কিনেছে বটে, কিন্তু বেল একজন প্লেয়ার; মাদ্রিদের গোটা কাডারে, গোটা দলের একজন প্লেয়ার৷

Gareth Bale
রেয়াল মাদ্রিদে নাম লেখালেও প্রথম একাদশে জায়গা পাওয়াটা গ্যারেথ বেলের জন্য এখনো নিশ্চিত নয়ছবি: Reuters

ক্লিমেন্ট বলেছেন, কোচ কার্লো আন্সেলত্তির দলে জায়গা পেতে গেলে বেলকে তাঁর নিজের ক্ষমতা দেখাতে হবে৷ ‘‘(প্রথম একাদশে) স্থান পাবার জন্য বিপুল প্রতিযোগিতা আছে৷ কাউকে কোনোরকম গ্যারান্টি দেওয়া হবে না৷ বেলকে কিভাবে ব্যবহার করা হবে, সে বিষয়ে কোচ কার্লো আন্সেলত্তির স্পষ্ট ধারণা আছে৷ তবে অবস্থার পরিবর্তন ঘটতে পারে৷''

‘‘গ্যারেথ এবং অন্যান্য প্লেয়ারদের বিভিন্ন অবস্থানে খেলানোর মতো নমনীয়তা কার্লোর আছে'', বলেছেন ক্লিমেন্ট৷ ‘‘সাদাম্পটনে বেল লেফ্ট-ব্যাক হিসেবে খেলতেন; (টটেনহ্যাম) স্পার্স-এও তাই করেছেন –সেখানেই তিনি মূলত বাঁ দিকের খেলোয়াড় হয়ে দাঁড়ান৷ সম্প্রতি তিনি আর একটু মাঝমাঠে খেলছেন৷ ওনার সেই বহুমুখিতা আছে৷'' মাদ্রিদের হয়ে বেলের প্রথমবার খেলার কথা ১৪ সেপ্টেম্বর, ভিলারেয়ালের বিরুদ্ধে৷

ওদিকে রেয়াল মেসুত ও্যজিলকে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়ায় জার্মান জাতীয় দলের কোচ ইওয়াখিম ল্যোভ কিছুটা বিস্মিত – যদিও তা জার্মান দলের পক্ষে মঙ্গলজনক হবে বলেই তাঁর ধারণা৷ তবে ল্যোভ একটি মজার খবর দেন: ‘‘একজন জাত খেলোয়াড় বিদায় নেওয়ায় (রেয়ালের) ক্রিস্টিয়ানো রোনাল্ডো কি সামি খেদিরার মতো কয়েকজন প্লেয়ার অসুখি বলে আমি শুনেছি৷'

ল্যোভ নিজেও যে তাঁর খেলোয়াড়দের চেনেন, তার প্রমাণ, ও্যজিল সম্পর্কে তাঁর এই উক্তি: ‘‘ও একজন স্পর্শকাতর খেলোয়াড় যার নিজের ক্লাব এবং কোচের কাছ থেকে প্রচুর আস্থার প্রয়োজন৷''

এসি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য