বেলি ফুলের সুগন্ধ | পাঠক ভাবনা | DW | 16.08.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বেলি ফুলের সুগন্ধ

জার্মানির ড্যুসেলডর্ফ শহরের হাইনরিস হাইন বিশ্ববিদ্যালয়ের ড. ওলগা জেরগেভা ও অধ্যাপক হেলমুট হাস এবং বোখুমের রুঢ় বিশ্ববিদ্যালয় বা আরইউবি-এর ....

গবেষকদের দ্য জার্নাল অব বায়োলজিক্যাল কেমিষ্ট্রি-র গবেষণার মাধ্যমে জানতে পারলাম তাঁরা আবিষ্কার করেছেন ওষুধ নয়, ঘুম পাড়াবে জুঁই অথবা বেলি ফুল! অর্থাৎ ঘুমের যেকোনো ওষুধ যেভাবে কাজ করে জুঁই অথবা বেলি ফুলের সুগন্ধও একইভাবে স্নায়ুতে এনে দিবে প্রশান্তি৷ যা মানুষের চোখে ঘুম নামিয়ে আনতে সাহায্য করবে৷ বাজারজাত ওষুধগুলোর চেয়ে প্রাকৃতিক এই উপাদানটিই বেশি কার্যকরী বলে দাবি করছেন জার্মান গবেষকরা৷ আমরা তাদের এই গবেষণার জন্য সাধুবাদ জানাচ্ছি এবং সেই সাথে তাঁদের গবেষণা প্রকল্পের সাফল্য কামনা করছি৷ প্রতিবেদনটি ছিলো আমাদের জন্য সত্যিই সারপ্রাইজ৷ আরেকটি প্রতিবেদনের মাধ্যমে জানতে পারলাম জার্মানিতে বাবারাও সন্তানের দায়িত্ব পালনের অধিকার পাচ্ছেন৷ জার্মানির সাংবিধানিক আদালত এক নতুন রায় দানের মাধ্যমে একক বাবাদের অধিকার বাড়িয়ে দেওয়ায় আমরা ঐ আদালতের রায়ের প্রতি অভিনন্দন ও সন্মান জানাচ্ছি৷ আমরা আশা করবো ডয়চে ভেলে আগামীতেও আমাদের জন্য এ ধরনের সময়োপযোগী প্রতিবেদন উপহার দেবে৷

দিদারুল ইকবাল, তাছলিমা আক্তার লিমা, শহিদুল কায়সার লিমন, আনোয়ারা বেগম, তাছলিমা বেগম, শাহাদাত হোসেন, মুছলিমা বেগম, আব্দুর রাজ্জাক, জোবেদা রিনা, উম্মে সালমা মাছুমা, লিয়াকত আলী, হাজেরা বেগম, রফিকুল ইসলাম, আয়েশা বেগম, শাওন খান, আসিফুল ইসলাম রাতুল, ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন, বাড়ী- ৩৩৬, সেকশন- ৭, রোড- ২, মিরপুর, ঢাকা- ১২১৬, বাংলাদেশ৷

আমি এক জন নতুন শ্রোতা, আপনাদের অনুষ্ঠান শুরু হওয়ার আগে রেডিও নিয়ে বসে থাকি৷ আপনাদের অনুষ্ঠানে সব খবর নতুন ৷ অন্য বেতার থেকে যা শুনতে পাইনা ডয়চে ভেলে থেকে সেসব জানতে পারি৷ আমরা গ্রামে বস বাস করি৷ এখানে সংবাদপত্র নেই৷ আপনাদের সবাইকে ধন্যবাদ৷ নাছির সরদার, দ:তেলিখালী, তেলিখালী, পিরোজপুর, বাংলাদেশ৷

ডয়চে ভেলের রেডিও অনুষ্ঠান এবং ওয়েবসাইট অত্যন্ত তথ্যপূর্ণ ও শিক্ষণীয়৷বিশ্বসংবাদ এবং ফিচারপর্বগুলোও অত্যন্ত আকর্ষণীয়- যা আমাদের অনুষ্ঠান শুনতে উৎসাহিত করে৷ ড. এসএস ভট্টাচার্য্য, নবোদয় পল্লী, মেদেনীপুর, ভারত৷

ডয়চে ভেলের অনুষ্ঠানে বঙ্গবন্ধুর স্মৃতিচারণা মনকে ছুঁয়ে গেলো৷দেশের জন্য নিবেদিত প্রাণ এই মানুষের দেওয়া বীজমন্ত্র আজও সমগ্র বাঙালী জাতীর রক্তধারায় প্রবাহিত৷ বিশ্বের সমস্ত শান্তিকামী মানুষের মতো আমিও এমন দিন দেখতে চাই যেদিন সেনাবাহিনীর হাতে বন্দুকের বদলে থাকবে শুধুই গোলাপের তোড়া, আর সেইদিনই হয়তো সার্থক হবে বঙ্গবন্ধুর আত্মদানকে স্মরণ করা৷ লিসা ব্যানার্জী, ঠাকুরপকুর রোড, কলকাতা, ভারত৷

আন্তরিক শুভকামনা থাকল৷ ইদানিং পরীক্ষার খুব চাপ তাই কিছুদিনের জন্য নিয়মিত অনুষ্ঠান শুনতে পারছিনা৷এজন্য গত বেশ কিছুদিন যাবত ডাকে চিঠি লেখা হয়ে উঠছেনা ৷ তবে জেনে হয়ত খুশি হবেন প্রচণ্ড চাপ থাকার সত্ত্বেও অনুষ্ঠান শোনার চেষ্টা করছি! আর সাময়িক এ যোগাযোগ বিচ্ছিন্নতার জন্য ক্ষমা চাচ্ছি! আমাদের ক্লাবের সবার কাছে সত্যি প্রতিদিনের ইউরোপসহ গোটা দুনিয়ার তরতাজা খবর ও প্রতিবেদন রেডিও এবং ওয়েবসাইটে একসাথে পেলে মনে হয় প্রতিনিয়ত কিছুনা কিছু শিখছি৷ এ এক দারুণ অভিজ্ঞতা! আর শর্টওয়েভ থেকে ডয়চে ভেলে হারিয়ে গেলে মূল এফ এম সম্প্রচারের বাইরে থেকে কেমন করে যে ডয়চে ভেলেকে পাব চিন্তা করছি৷ রবিবার সকালে বরফ মানব -এর জিন সেক্যুয়েন্স আবিষ্কারের কথা দারুণ ভাল লাগলো৷ ডয়চে ভেলে নিয়মিত এ রকম বিজ্ঞান বিষয়ক প্রতিবেদন প্রচার অব্যাহত রাখবে এ অনুরোধ করছি৷ শেখ জিয়াউর রহমান খড়িতলা, সেতুবন্ধ ডি-এক্সিং ক্লাব, কালিগঞ্জ, সাতক্ষীরা, বাংলাদেশ৷

ডয়চে ভেলের অনুষ্ঠানের মান খুব ভালো, সকল পরিবেশনাই ভালো লাগে, ভালো হতো যদি ইনবক্সের সময়একটু বাড়ানো হয়৷ মোঃ শহিদুল ইসলাম খোকন নেএকোনা, বাংলাদেশ৷

১৪ই অগাষ্টের মোনালিসা পর্বে ভারতের মহিলাদের বর্তমান অবস্হা ও মল্লিকা সেনের সাক্ষাৎকার ভালো লেগেছে৷ বিজ্ঞান ডটকম’এ সোলার বিদ্যুৎ নিয়ে পরিবেশনও ভালো লেগেছে৷ সারা পৃথিবীতে সোলার পাওয়ারের কোন বিকল্প নাই৷ রতন কুমার পাল, দক্ষিণ দিনাজপুর, ভারত৷

ধাঁধার পুরস্কার এলটা রেডিও হাতে পেয়েছি, অনেক ধন্যবাদ ডয়চে ভেলেকে৷ সৈয়দ হুমায়ূন কবির, খুলনা, বাংলাদেশ৷