1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেশ সচল এখন জার্মান অর্থনীতির চাকা

৯ মে ২০১১

অর্থনীতির চাকা ঘুরছে কি থেমে গেছে তা বোঝা যায় দেশের আমদানি রপ্তানির চিত্র লক্ষ্য করলেই৷ জার্মানির অর্থনীতির চাকা এখন বেশ সচল৷ মার্চ মাসের প্রকাশিত এক চিত্রে এমনটাই লক্ষ্য করা গেল৷

https://p.dw.com/p/11CMG
জার্মান কেন্দ্রীয় ব্যাংকের প্রধানছবি: picture alliance/dpa

মার্চ মাসের হিসাবটি প্রকাশ করা হলো আজ৷ রপ্তানি এবং আমদানির চিত্রটা দেখে বেশ আশান্বিত হয়েছেন অর্থনীতিবিদরা৷ বিশ্ব পরিসংখ্যানের সঙ্গে তুলনা করলে আবারও যে ভালো হতে চলেছে জার্মান অর্থবাজার, তা সঠিকভাবেই অনুমেয়৷ বাৎসরিক হিসাবে এই সময়ে বাণিজ্য উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ দশমিক ৯ বিলিয়ন ইউরো৷

জার্মান জাতীয় পরিসংখ্যান বিভাগের তথ্য অনুসারে মাসে বিশ্বের বিভিন্ন স্থানে জার্মান পণ্য রপ্তানি হয়েছে ৯৮ দশমিক ৩ বিলিয়ন ইউরোর৷ অপরদিকে, থেমে ছিল না অন্য দেশ থেকে প্রয়োজনীয় পণ্য আমদানিও৷ এ সময়ে পণ্য আমদানি হয়েছে ৭৯ দশমিক ৪ বিলিয়ন ইউরোর৷ হিসাব অনুসারে এর আগের মাসের তুলনায় মার্চ মাসে রপ্তানি বেড়েছে ৭ দশমিক ৩ শতাংশ৷ আর আমদানি বেড়েছে ৩ দশমিক ১ শতাংশ৷ আমদানি রপ্তানির যৌথ হিসাবটি ১৯৫০ সালের পর সর্বোচ্চ বলেই মনে করছে জাতীয় পরিসংখ্যান বিভাগ৷

জার্মান কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত পরীক্ষা করে ঐ বিভাগ জানাচ্ছে, এর আগের বছরের একই মাসের তুলনায় মার্চ মাসে বাণিজ্য উদ্বৃত্তের পরিমাণ বেড়েছে৷ বর্তমানে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক হিসাবেই নিজের স্থান দখল করে আছে জার্মানি৷ ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির এই দেশটির রপ্তানিকারক হিসাবে চীনের ঠিক পরেই অবস্থান৷

এক বছরের হিসাব যদি করা হয়, তাহলে দেখা যাবে ইউরোপের বাইরের দেশগুলোতেই সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হয়েছে এই সময়ে৷ এই বৃদ্ধির পরিমাণ প্রায় ২০ ভাগ৷ এ ছাড়া বিদেশ থেকে পণ্য আমদানির পরিমাণ বেড়েছে শতকরা ৩০ ভাগ৷ তবে বড় ধরণের শিল্প পণ্য রপ্তানি কিন্তু কম হয়েছে গত মার্চ মাসে৷ হিসাবে দেখা যাচ্ছে, ফেব্রুয়ারির তুলনায় তা কমেছে শতকরা ৪ ভাগ৷

তবে আমদানি রপ্তানি বেড়ে যাবার এই হিসাব খুব বেশি দিন হয়তো অব্যাহত থাকবে না৷ জ্বালানি পণ্যের উচ্চ মূল্যের প্রভাবে অন্যান্য কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় তা ব্যাহত হতে পারে-এমনই আশঙ্কা করা হচ্ছে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক