1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বোনোর কোমরে চোট, জরুরি অস্ত্রোপচার হল মিউনিখে

২২ মে ২০১০

ইউটু-র প্রধান গায়ক বোনোর কোমরে অস্ত্রোপচার করতে হল জরুরি ভিত্তিতে৷ ফলে ইউটু-র আগামী অনুষ্ঠানগুলি অনিশ্চিত হয়ে পড়ল৷

https://p.dw.com/p/NUd0
আইরিশ রকব্যান্ডের প্রধান গায়ক বোনোছবি: picture-alliance/ dpa

জুন মাসের তিন তারিখ থেকে অ্যামেরিকায় একের পর এক অনুষ্ঠান হওয়ার কথা ইউটু ব্যান্ডের৷ সে সবই আপাতত বাতিল৷ কারণ, ব্যান্ডের প্রধান গায়ক বোনোর কোমরে শুক্রবার জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করেছেন জার্মান স্নায়ু চিকিত্সকরা৷ আসন্ন ট্যুরের জন্য মহড়া দিতে দিতেই পিঠে আর কোমরে চোট পেয়ে যান বোনো৷ তাঁকে আনা হয় জার্মানির মিউনিখের একটি বিশেষ স্নায়ু চিকিত্সা কেন্দ্রে৷ সঙ্গে সঙ্গে অপারেশনের সিদ্ধান্ত নেন ডাক্তাররা৷

Bono und Andrea Corr auf G8 Gipfel in Gleneagles
জি এইট সম্মেলনে আইরিশ গায়িকা আন্দ্রেয়া কর-এর সঙ্গে গান গাইছেন ইউটু রকব্যান্ডের বোনো৷ছবি: AP

৫০ বছর বয়সী বোনোর যা অবস্থা, তাতে আগামী বেশ কিছুদিন তাঁকে বিশ্রামে থাকতে হবে৷ মঞ্চে গান গাওয়ার কোন প্রশ্নই নেই৷ দলের ম্যানেজার পল ম্যাকগিনেস বলছেন, মিউনিখের হাসপাতাল থেকে ছাড়া পেয়েই বোনো নিজের বাড়ি আয়ারল্যান্ডে ফিরতে চান৷ সেখানে পূর্ণ বিশ্রামে থাকতে চান তিনি৷

ইউটু ব্যান্ড শুধুমাত্র ২০০৯ সালে ১০৯ মিলিয়ন ইউরো আয় করেছে৷ বিলবোর্ড ম্যাগাজিন এই তথ্য দিয়ে জানাচ্ছে, গত বছরে সবচেয়ে বেশি উপার্জন ওই ইউটু-এরই৷ সামনের দিনগুলোয় উত্তর অ্যামেরিকা সফর করে সেই অগাস্টে দেশে ফেরার কথা ছিল ইউটু ব্যান্ডের৷ প্রধান গায়ক বোনোর বেহাল অবস্থায় সবকিছুই অনিশ্চিত৷ ম্যানেজার ম্যাকগিনেস ফ্যানেদের উদ্দেশে বলছেন, চোখ রাখুন ওয়েবসাইটে৷ কিছু একটা ব্যবস্থা করার চেষ্টা করব আমরা৷

কিন্তু, ইউটু ব্যান্ড বলতে বোনোকেই বোঝে ফ্যানেরা৷ সুতরাং যতদিন বোনো খাড়া হয়ে না দাঁড়াচ্ছেন, ইউটুও স্থবির হয়েই পড়ল বোধহয়৷

প্রতিবেদন : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, সম্পাদনা: ফাহমিদা সুলতানা