1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বোমা হামলার কারণ অনুসন্ধান করছে বেলারুশ

১২ এপ্রিল ২০১১

বেলারুশের বোমা হামলার পেছনে কারা ছিল মঙ্গলবার তা খোঁজার চেষ্টা চলছে৷ দেশটির ইতিহাসে এই প্রথম এতো বড় সন্ত্রাসী হামলায়, হতবিহবল হয়ে পড়েছে দেশটির সরকার থেকে শুরু করে সাধারণ মানুষ৷

https://p.dw.com/p/10rm2
সোমবার মিনস্কে পাতাল রেল স্টেশনে বোমা হামলার ঘটনা ঘটেছবি: picture-alliance/dpa

সোমবার মিনস্কে পাতাল রেল স্টেশনে যখন এই ঘটনা ঘটে, তখন সেখানে শত শত মানুষ উপস্থিত ছিলেন৷ ঐ রেল স্টেশনের কাছেই প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো'র সদর দপ্তর৷ বেলারুশের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, বোমা বিস্ফোরণের ঐ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১২ তে দাঁড়িয়েছে৷ আহত হয়েছেন আরো দেড়শ মানুষ৷ স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আহতদের মধে ১২৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ যাঁদের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর৷ মিনস্ক জরুরি হাসপাতালের প্রধান চিকিৎসক ভিক্টর সিরেঙ্কো মঙ্গলবার জানিয়েছেন, বোমা হামলায় অনেকেই তাঁদের হাত-পা হারিয়েছেন৷

সেখানকার সরকারি কর্মকর্তারা রাজধানী মিনস্ক রেল স্টেশনে এই বিস্ফোরণের ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসাবে মনে করছেন৷ এদিকে, স্থানীয় ‘দ্য প্রসিকিউটর জেনারেল'এর অফিস সন্ত্রাসী হামলা হিসেবে এই হামলার অনুসন্ধান শুরু করেছে৷ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অ্যানাটোলি কুলেশোভ বলেছেন, পাতাল রেলস্টেশনে একটি বেঞ্চের নীচে কেউ এই বোমা লুকিয়ে রেখেছিল৷

বোমা বিস্ফোরণ এমন সময়ে ঘটলো যখন বেলারুশে সরকার বিরোধী রাজনৈতিক অস্থিরতা চলছে এবং অর্থনৈতিক সংকটে রয়েছে দেশটিতে৷ এ অবস্থায় বোমা বিস্ফোরণের এই ঘটনার সঙ্গে বাইরের কোনো শক্তি জড়িত রয়েছে বলে মনে করছেন প্রেসিডেন্ট লুকাশেঙ্কো৷ তিনি বলেন, বিশেষ চ্যালেঞ্জের মধ্য দিয়ে এখন আমাদের পথ চলতে হচ্ছে৷ তাই ভবিষ্যতেও যথাযথ দায়িত্ব নিয়ে আমাদের কাজ করতে হবে৷ তারা কারা - যারা এই ঘটনা ঘটিয়েছে ? যতো তাড়াতাড়ি সম্ভব তাদেরকে আমাদের খুঁজে বের করতেই হবে৷ তবে এটাকে বাইরের হামলা নয় বলে আমি উড়িয়ে দিচ্ছিনা৷ অবশ্য আমাদের দেশের মধ্য থেকে কেউ এ ঘটনা ঘটালো কিনা, তাও আমাদেরকে খতিয়ে দেখতে হবে৷

উল্লেখ্য, এর আগে ২০০৫ সালে বেলারুশের পশ্চিমাঞ্চলের একটি শহরে এবং ২০০৮ সালের জুলাই মাসে মিনস্কে বোমা হামলার ঘটনা ঘটেছিল৷ সে সময় অন্তত ৫০ ব্যক্তি আহত হন৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: দেবারতি গুহ