1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বোরকা, নিকাব পরায় নিষেধাজ্ঞার পথে জার্মানি

অ্যালিস্টার ওয়ালশ/জেডএইচ (ডিপিএ, রয়টার্স, এএফপি)২৮ এপ্রিল ২০১৭

সরকারি কর্মকর্তা, বিচারক ও সেনাসদস্যদের উপর বোরকা ও নিকাব পরায় নিষেধাজ্ঞা জারি করেছে জার্মান সংসদের নিম্নকক্ষ বুন্ডেসটাগ৷ উচ্চকক্ষে বিলটি পাস হলে কর্মক্ষেত্রে তাঁরা এ ধরণের পোশাক পরতে পারবেন না৷

https://p.dw.com/p/2c3Yw
Frankreich Burkaverbot in Paris Gericht 2011
ছবি: Imago

বৃহস্পতিবার পাস হওয়া বিলে পরিচয়পত্র পরীক্ষার সময় নারীদের পুরো মুখ দেখানোও বাধ্যতামূলক করা হয়েছে৷

জার্মানির শাসক জোট এক বিবৃতিতে বলেছে, ‘‘ধর্মীয় ও আদর্শগত কারণে পুরো মুখ ঢাকা পোশাক পরার বিষয়টি সরকারি কাজকর্ম সম্পাদনে নিরপেক্ষ থাকার নীতির সঙ্গে সাংঘর্ষিক৷'' 

উচ্চকক্ষে আইনটি পাস হলে ইউরোপের মধ্যে জার্মানি হবে পঞ্চম দেশ যেখানে বোরকা ও নিকাব পরায় পুরোপুরি বা আংশিক নিষেধাজ্ঞা জারি হবে৷ ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও বুলগেরিয়ায় এর আগে এমন নিষেধাজ্ঞা জারি করেছে৷

অস্ট্রিয়া ও নরওয়েতে বিষয়টি নিয়ে আলোচনা চলছে৷

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল গত ডিসেম্বরে মুসলিম পর্দার ওপর ‘আইন অনুযায়ী যতটুকু সম্ভব' ততটুকু নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়েছিলেন৷

জার্মান বুন্ডেসটাগে পাস হওয়া এই আইন জার্মানির ডানপন্থি দলগুলোর দাবির পুরোপুরি পূরণ নয়৷ কারণ, তারা ফ্রান্সের মতো জার্মানিতেও প্রকাশ্যস্থানে বোরকা ও নিকাব পরায় নিষেধাজ্ঞার দাবি জানিয়েছিল৷

গত ফেব্রুয়ারিতে ম্যার্কেল সরকারের জোটসঙ্গী দল সিএসইউ বলেছে, তারা স্কুল, বিশ্ববিদ্যালয়, ভোটকেন্দ্র ও সরকারি অফিসে পুরো মুখ ঢাকা পর্দা পরার উপর নিষেধাজ্ঞা জারি করবে৷

উল্লেখ্য, আগামী সেপ্টেম্বরে জার্মানিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে৷