1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্যথা দূর করতে অভিনব চিকিৎসা

৬ জুন ২০২২

দিনের পর দিন শরীরে প্রচণ্ড ব্যথা থাকলে মানুষ দিশাহারা হয়ে পড়ে৷ কড়া ওষুধ সামান্য স্বস্তি দিলেও সেগুলির পার্শ্ব প্রতিক্রিয়া মোটেই কাম্য নয়৷ নতুন এক পদ্ধতির মাধ্যমে ব্যথা কমানোর চেষ্টা চলছে৷

https://p.dw.com/p/4CJGC
Rückenschmerzen
ছবি: Colourbox

দিনের পর দিন শরীরে প্রচণ্ড ব্যথা থাকলে মানুষ দিশাহারা হয়ে পড়ে৷ কড়া ওষুধ সামান্য স্বস্তি দিলেও সেগুলির পার্শ্ব প্রতিক্রিয়া মোটেই কাম্য নয়৷ নতুন এক পদ্ধতির মাধ্যমে ব্যথা কমানোর চেষ্টা চলছে৷

ছয় বছর আগে গুড্রুন গেয়ারমার-ক্রিংস-এর হালকা ডিস্ক প্রল্যাপস হয়েছিল৷ সেরে উঠলেও পিঠের ব্যথা দূর হয়নি৷ পরীক্ষায় তাঁর পেশির দুর্বলতা ধরা পড়লো৷ ডাক্তার তাঁকে বলেছিলেন, ছোট পেশিতে বেশি চর্বি জমেছে৷

বছরের পর বছর ধরে তিনি ফিজিওথেরাপি, রিহ্যাব, মাল্টি মোড পেন থেরাপি ইত্যাদি অনেক কিছুই করে দেখেছেন৷ কিন্তু বিশেষ করে রাতে তার চরম ব্যথা দূর হয়নি৷ স্মৃতিচারণ করতে গিয়ে গুডরুন বলেন, ‘‘আমি পেইন থেরাপিস্টের কাছে গেছি৷ তিনি কিন্তু বেশি আশা দিতে পারেননি৷ বলেছেন, সারা জীবন ধরে ওষুধ খেয়ে যেতে হবে৷ শুধু পেন কিলার নয়, অ্যান্টি এপিলেপটিকামও খেতে হয়েছে, যার তীব্র পার্শ্ব প্রতিক্রিয়া থাকে৷''

কড়া ওষুধ সত্ত্বেও ব্যথা দূর হয় নি৷ সমাধানসূত্রের খোঁজে তিনি কাকতালীয়ভাবে ক্রনিক পেইন কমানোর বিশেষ এক চিকিৎসা সম্পর্কে জানতে পারেন৷ এর আওতায় ত্বকের নীচে এক নিউরোমাস্কুলার স্টিমুলেটর ইমপ্লান্ট করা হয়৷

নতুন এই যন্ত্রের মধ্যে ছোট ইম্পেটাস ও একটা প্রোব আছে৷ অর্থোপেডিক বিশেষজ্ঞ ড. ইয়ান শিলিং বাছাই করা কিছু রোগীর উপর সেই পদ্ধতি প্রয়োগ করছেন৷ তিনি বলেন, ‘‘এ ক্ষেত্রে নিউরোমাসকুলার পদ্ধতিতে পেশির গভীর অংশকে উদ্দীপিত ও সক্রিয় করতে পুনরুদ্ধার ও সহায়তামূলক পদক্ষেপ নেওয়া হয়৷ এভাবে রোগীরা সক্রিয়ভাবে ব্যায়াম করতে পারেন৷''

প্রক্রিয়াটি এভাবে ঘটে৷ পিঠের ত্বক ছোট করে চিরে দিয়ে পিঠের পেশির গভীরের স্নায়ু পর্যন্ত সিমুলেশন প্রোব ঠেলে ঢোকানো হয়৷ নিতম্বের প্রধান এক্সটেন্সর পেশিতে ছোট ইম্পেটাস বসানো হয়৷

রিমোট কনট্রোলের সাহায্যে সিমুলেশন চালু করা যায়৷ যন্ত্র তখন স্নায়ুতে বৈদ্যুতিক স্পন্দন পাঠায়৷ পেশি তখন সংকুচিত হয়৷ এর ফলে স্নায়ু ও পেশি আবার সক্রিয় হয়ে ওঠার কথা৷

গুডরুন শরীরে এমন এক সিমুলেটর বসিয়েছেন৷ দিনে দুই বার ৩০ মিনিট করে তিনি সেই যন্ত্র চালান৷ তাঁকে সাধারণত তখন পাশ ফিরে শুতে হয়৷ সোজা হয়ে শুলে ঘাড়ে ব্যথা হয়৷ সিমুলেশনের সময় তিনি মোবাইল ফোন দিয়ে নিজের পিঠের ভিডিও তুলেছিলেন৷ তাতে দেখা যাচ্ছে, পেশি কীভাবে হালকা মাত্রায় সংকুচিত হচ্ছে৷

তিনিই জার্মানির অন্যতম প্রথম ব্যক্তি, যার শরীরে এমন এক যন্ত্র ইমপ্লান্ট করা হয়েছে৷ এখনো পর্যন্ত হাতে গোনা কয়েকটি ক্লিনিক এই পদ্ধতি প্রয়োগ করছে৷ এই সিমুলেশনের প্রভাব আরও ভালোভাবে পরীক্ষা করতে হবে৷ ব্যথা বিশেষজ্ঞ হিসেবে ড. ইয়ান স্টর্ক বলেন, ‘‘এই পদ্ধতি নতুন হওয়ায় খুব কম তথ্য-পরিসংখ্যান রয়েছে৷ তবে এমন কয়েকজন রোগী আছেন, যাদের ক্ষেত্রে সিমুলেটরের মাধ্যমে পিঠের পেশি সক্রিয় করে ব্যথা কমানো যায়৷''

গুড্রুনের ক্ষেত্রে এই সিমুলেশন থেরাপি সত্যি কাজে লেগেছে৷ তিনি বলেন, ‘‘বেশ দ্রুত কাজ হয়েছে৷ দুই সপ্তাহ পরেই প্রাথমিক সাফল্য টের পেয়েছি৷ ব্যথা সত্যি কিছুটা কমেছে৷ ফলে আমি ধীরে ধীরে কড়া ট্যাবলেট ছাড়তে পেরেছি৷''

ইতোমধ্যে তিনি আর কোনো ট্যাবলেট খাচ্ছেন না৷ এবার তিনি তার ‘কোর মাসলস' আবার সক্রিয় করতে অনুশীলন করতে পারছেন৷ ফলে ব্যথা প্রায় দূর হয়েছে এবং দৈনন্দিন জীবনে তিনি আরও সক্রিয় হয়ে উঠেছেন৷

আনকে ক্রিস্টিয়ান্স ডে-খ্রোট/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য