1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্যর্থ রাষ্ট্রের সূচকে পাঁচ ধাপ উন্নতি বাংলাদেশের

২৩ জুন ২০১০

পোশাক শিল্পখাতে শ্রমিক অসন্তোষ-সংঘর্ষের খবরই মূলত সকল পত্র-পত্রিকার শীর্ষে স্থান পেয়েছে৷ তবে বিশ্বকাপের খবর, বন্যা, নতুন ফ্লাইওভার নির্মাণের উদ্বোধন এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের উন্নতির খবরও উঠে এসেছে প্রথম পাতায়৷

https://p.dw.com/p/O0TA
ফাইল ছবিছবি: AP

যুক্তরাষ্ট্রের সাময়িকী 'ফরেন পলিসি'র ব্যর্থ রাষ্ট্রের সূচকে পাঁচ ধাপ উন্নয়ন হয়েছে বাংলাদেশের৷ সম্প্রতি প্রকাশিত ১৭৭ দেশের এ তালিকায় বাংলাদেশকে রাখা হয়েছে ২৪ নম্বরে৷ গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ১৯ নম্বরে৷ দৈনিক সমকাল, যুগান্তর, কালের কণ্ঠসহ বেশ কিছু পত্রিকায় গুরুত্বের সাথে স্থান পেয়েছে এই সুখবরটি৷ এতে বলা হচ্ছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এবারের তালিকায় সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে আফগানিস্তান৷ সূচকে দেশটির অবস্থান ছয় নম্বরে৷ শীর্ষ ১০ ব্যর্থ রাষ্ট্রের তালিকায় দক্ষিণ এশিয়ার অপর দেশ পাকিস্তানের অবস্থান ১০ নম্বরে৷ খবর ফরেন পলিসি ও আল-জাজিরা অনলাইন৷ রাষ্ট্রের ব্যর্থতা বা সাফল্য বিচার করতে গিয়ে ফরেন পলিসি মোট ১২টি সূচক বিবেচনায় এনেছে৷ এ সূচকগুলোর ভিত্তিতে বাংলাদেশ সব মিলিয়ে ৯৬ দশমিক ১ পয়েন্ট নিয়ে তালিকার ২৪তম স্থানে রয়েছে৷ ১১৪ দশমিক ৩ পয়েন্ট নিয়ে গত দুই বছরের মতো এবারও তালিকার শীর্ষে রয়েছে সোমালিয়া৷

নেত্রকোনা ও সিলেটে ভয়াবহ বন্যা

প্রবল বর্ষণ এবং পাহাড়ি ঢলে নেত্রকোনা ও সিলেটের বিভিন্ন উপজেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে৷ দৈনিক যায়যায়দিন, যুগান্তর, ডেইলি স্টারসহ বেশ কিছু পত্রিকার অনলাইন সংস্করণে উঠে এসেছে খবরটি৷ খবরে বলা হয়, নেত্রকোনা জেলার দুর্গাপুর, কলমাকান্দা, খালিয়াজুড়ী উপজেলায় নদীর পানি বৃদ্ধি পেয়ে ১৪টি ইউনিয়নের প্রায় ৬০ গ্রাম প্লাবিত৷ এসব গ্রামে প্রায় এক লাখ লোক পানিবন্দি৷ সিলেটের বিভিন্ন উপজেলায় বন্যায় পানিবন্দি হয়ে পড়েছেন ১০ লাখ মানুষ৷ সুরমা-কুশিয়ারা ২০ দিন ধরে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে৷ রাস্তাঘাট পানির নিচে তলিয়ে যাওয়ায় পানিবন্দি মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে৷

পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষ নিরসনে সাংসদদের দায়িত্ব প্রদান

তৈরি পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষ নিরসনে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরকে তিনটি অঞ্চলে ভাগ করে স্থানীয় সংসদ সদস্যদের দায়িত্ব দেয়া হয়েছে৷ মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে কথা বলে বুধবার থেকে সব বন্ধ কারখানা চালুর ব্যবস্থা করবেন তাঁরা৷ পোশাক শ্রমিকদের অসন্তোষ এবং সংঘর্ষের পাশাপাশি, সংকট নিরসনে সরকারের পদক্ষেপ শীর্ষ খবর হয়েছে দৈনিক জনকণ্ঠ, প্রথম আলো, ইত্তেফাক, সমকাল, নিউ এইজসহ প্রায় সব পত্রিকাতেই৷ খবরে প্রকাশ, আগামী ২৮ জুলাইয়ের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বেতন কাঠামো ঘোষণা করা হবে৷ ন্যুনতম মজুরি ঘোষণার আগেই এ নিয়ে কোন প্রকার অরাজকতা সৃষ্টি করলে সরকার তা সহ্য করবে না৷ অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে৷ এতে মালিকদের কেউ উস্কানি দিলে তাকেও ছাড় দেয়া হবে না৷ মঙ্গলবার সচিবালয়ে শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের এ কথা বলেন৷

গ্রন্থনা: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম