1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাস্তায় শিশুর হামাগুড়ির ভিডিও ভাইরাল

১৪ মার্চ ২০১৮

নিউ ইয়র্কের ব্যস্ত রাস্তায় তখন বড় বড় গাড়ির ভিড়৷ তারই মাঝে এক ছোট্ট শিশুকে দেখা গেলো রাস্তায় হামাগুড়ি দিতে৷ ফেসবুকে প্রকাশিত ভিডিওটি ভাইরাল হয়ে গেছে ইতোমধ্যে৷

https://p.dw.com/p/2uFdg
প্রতীকী ছবিছবি: colourbox

সপ্তাহান্তের ঘটনা৷ নিউ ইয়র্কের রাস্তায় হামাগুড়ি দিতে দিতে কাঁদছিল এক ছোট্ট শিশু, মাত্র ন'মাস বয়স তার৷ বলা বাহুল্য, এমন পরিস্থিতিতে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত৷

তবে শিশুটির ভাগ্য ভালো৷ তাকে রাস্তায় দেখে আৎকে ওঠা কিছু মানুষ দ্রুত পদক্ষেপ নেয়৷ রাস্তা থেকে সরিয়ে নিয়ে শিশুটিকে তাঁরাইফুটপাথে নিয়ে যায়৷ পুলিশও তার নিরাপত্তা নিশ্চিতে বেশি দেরি করেনি৷ কিন্তু প্রশ্ন হচ্ছে, শিশুটি রাস্তায় গেল কীভাবে?

শিশুটির মা ঘটনাস্থলে ছুটে আসেন কিছুক্ষণের মধ্যেই৷ তাঁর দাবি হচ্ছে, একটি গাড়ির পেছনের সিটে বসে ছিল শিশুটি৷ কিন্তু মা এক পর্যায়ে টের পান যে, শিশুটি গাড়িতে নেই৷ তখন তিনি হন্তদন্ত হয়ে যে পথে গিয়েছিলেন, সেদিকে ফেরত আসেন৷

পুলিশ অবশ্য মায়ের এই বক্তব্যে সন্তুষ্ট নয়৷ বরং তাঁর শিশু সন্তানটিসহ আরো দুই সন্তানকে নিরাপদ আশ্রয়ে নিয়ে গেছে৷ আর আলোচিত মাকে আদালতে তলব করা হয়েছে৷

এআই/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য