1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্যাটিং বিপর্যয়ে ভারত

১৭ ডিসেম্বর ২০১০

ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের প্রথম দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ভারত৷ দিনের শেষে ৯ উইকেটে তারা ১৩৬ রান করেছে৷ খারাপ আবহাওয়ার কারণে খেলা শুরু হতে অনেক দেরি হয়৷ নির্ধারিত সময়ের চারঘন্টা পরে খেলা শুরু হয়৷

https://p.dw.com/p/Qdyc
দুই দেশের অধিনায়কছবি: AP

প্রথম দিন খেলা হয়েছে ৩৮ ওভার ১ বল৷ ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৩৩ রানে অপরাজিত আছেন৷ টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা৷ দক্ষিণ আফ্রিকার ফার্স্ট বোলাররা শুরু থেকেই প্রতিপক্ষের ওপরে চাপ বাড়াতে থাকে৷ ভেজা মাঠে এই চাপের মুখে অনেকটা অসহায় হয়ে পড়েন ভারতের ব্যাটসম্যানরা৷

ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগ কোন রান করার সুযোগ পাবার আগেই ফিরে যান সাজঘরে৷ এরপর একে একে ফিরে যান গৌতম গম্ভীর ও রাহুল দ্রাবিড়৷ অনেকক্ষণ লড়াই চালিয়ে গেছেন শচিন টেন্ডুলকার ও ভি ভি এস লক্ষণ৷ তারপরেও একমাত্র টেন্ডুলকার ছাড়া বেশিক্ষণ কেউ টিকতে পারেননি৷ হরভজন সিং দক্ষিণ আফ্রিকার চাপ কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করলেও পরে রান আউটের শিকার হন তিনি৷

তিনটি টেস্ট ম্যাচ ছাড়াও এই সফরে ভারত আরো একটি টোয়েন্টি টোয়েন্টি এবং পাঁচটি একদিনের ম্যাচ খেলবে৷

এদিকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি আগামী বছর অনুষ্ঠিতব্য ৫০ ওভারের বিশ্বকাপের জন্যে পাকিস্তান দলের প্রাথমিক স্কোয়াডের নাম ঘোষণার শেষ সময় সীমা বাড়িয়ে ৫ জানুয়ারি পর্যন্ত করেছে৷ পাকিস্তানি ক্রিকেট বোর্ড পিসিবি-র একটি সূত্র বৃহস্পতিবার রয়টার্সকে জানায়, নাম ঘোষণার জন্যে ১৯ ডিসেম্বর পর্যন্ত যে শেষ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল তা বাড়ানোর জন্যে পিসিবি আইসিসিকে অনুরোধ করে৷ কারণ পাকিস্তান দলের তিনজন খেলোয়াড় স্পট-ফিক্সিং-এর অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষিদ্ধ রয়েছেন এখন৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: জাহিদুল হক