1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্যয় সংকোচনের প্রথম পর্ব ঘোষণা করলো ব্রিটেন

২৫ মে ২০১০

ব্যয় সংকোচনের সিদ্ধান্ত আসবে তা আগেই জানানো হয়েছিল৷ আর এই সিদ্ধান্তটিই আসলো গতকাল ব্রিটেনের নতুন জোট সরকারের কাছ থেকে৷ তবে বেশ সমালোচনাও হচ্ছে এই সিদ্ধান্তের৷

https://p.dw.com/p/NVxV
চক্রবাকে ব্রিটিশ অর্থনীতিছবি: AP

এক দুই বিলিয়ন নয়, গুনে গুনে সোয়া ছয় বিলিয়ন পাউন্ড খরচ হ্রাস করাটা সহজ নয়৷ কিন্তু অর্থনৈতিক মন্দার লাগাম ধরে রাখতে হলে এর কোন বিকল্পও নেই৷ গতকাল ব্রিটেনের নতুন অর্থমন্ত্রী জর্জ ওসবোর্ন এমনটা উল্লেখ করেই ঘোষণা করলেন সরকারী খরচ কমানোর নতুন সিদ্ধান্ত৷ একই সঙ্গে তিনি জানিয়ে দিলেন নতুন সিদ্ধান্ত অনুসারে খরচের খাতায় বিয়োগ কষতে হবে কম্পিউটার কেনা, মন্ত্রীদের গাড়ির খরচ, প্রথম শ্রেণীতে বিমান ভ্রমণ ইত্যাদি খাতে৷ তবে ওসবোর্নের কথায়, এটা খরচ সংকোচনের প্রথম ধাপ মাত্র৷ অর্থাৎ এরপরে এ ধরণের আরও সিদ্ধান্ত আসছে৷

বাজেট ঘাটতি কমানোর কথা ব্রিটেনের নির্বাচনের প্রাচারাভিযানে ছিল একটি আলোচিত বিষয়৷ সদ্য সাবেক হওয়া প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের দল লেবার পার্টি এই খরচ হ্রাসের পক্ষে নয় - এ কথা আগেই জানিয়েছে৷ এ বিষয়ে তাদের ভাষ্য ছিল, এই সিদ্ধান্ত ব্রিটিশ অর্থনীতিকে আরও সমস্যার মুখোমুখি দাঁড় করাবে৷ লেবার পর্টি যাই বলুক না কেন ক্ষমতাসীন জোট সরকার কিন্তু জানিয়ে দিয়েছে, বাজেটের ঘাটতি কমাবার জন্য খরচ হ্রাস করার কোন বিকল্প নেই৷ অর্থমন্ত্রীর কথায়, ‘উত্তরাধিকার সূত্রে আমরা বেশ খারাপ একটা অর্থনৈতিক পরিস্থিতি পেয়েছি, একে সঠিক পথে নিয়ে আসার দায়িত্ব এখন আমাদের৷ এই বিষয়টিকে সামনে রেখেই আগামী ২২ জুন বিশেষ জরুরী বাজেট পেশ করা হবে'৷

সর্বশেষ পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ব্রিটেনের অর্থনীতি এখন রয়েছে যে কোন সময়ের চেয়ে জটিল অবস্থায়৷ বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৫৬ দশমিক ১ বিলিয়ন পাউন্ড৷ এই অবস্থায় রাষ্ট্রীয় কোষাগারের প্রধান ডেভিড ল'স জানিয়ে দিলেন, আরও খারাপ অবস্থার মুখোমুখি হবার সময় এসে গেছে৷ তিনি স্পষ্টত এই নেতিবাচক পরিস্থিতির দায় বর্তালেন সাবেক সরকারের উপর৷ বললেন, অর্থনৈতিক ক্ষেত্রে তাদের অব্যবস্থাপনাই আজকের এই করুণ হালের কারণ৷

নতুন ঘোষিত সিদ্ধান্তের ফলে অন্তত ২ বিলিয়ন পাউন্ড সাশ্রয় হবে তথ্যপ্রযুক্তি খাত থেকে, ভ্রমণ খাত থেকে সাশ্রয় করা হবে প্রায় এক বিলিয়ন পাউন্ড এবং বিভিন্ন সরকারী এবং আধা-সরকারী খাতে নিয়োগ কমিয়ে সাশ্রয় করা হবে আরও প্রায় সাতশ মিলিয়ন পাউন্ড৷

তবে ট্রেড ইউনিয়নগুলোর পক্ষ থেকে প্রথম ধাপের খরচ হ্রাসের এই পরিকল্পনা প্রকাশের পর কোন ধরণের সাধুবাদ আসেনি৷ তাদের এক কথা, আর তা হলো - নয়া এই পরিকল্পনা আমাদেরকে মর্মাহত করেছে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী