1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রাজিলের শুরু গরুর কান থেকে!

১৯ সেপ্টেম্বর ২০১০

অর্থনীতি আর কূটনীতি৷ এই দুটি ক্ষেত্রে চীন আর ভারতের সঙ্গেই উচ্চারিত হয় ব্রাজিলের নাম৷ কিন্তু সমস্যাটা হয় তখন, যখন আলোচনার বিষয় প্রযুক্তি উদ্ভাবন৷ এক্ষেত্রে ব্রাজিল অনেক পিছিয়ে৷

https://p.dw.com/p/PFrt
ছবি: AP

তবে আর পেছনে পড়ে থাকতে রাজি নয় ব্রাজিল৷ তাই প্রথমবারের মতো তারা উদ্ভাবন করলো নিজস্ব মাইক্রোচিপ৷ আর এই চিপ প্রথম ব্যবহারের চিন্তা করা হচ্ছে গরুর কানের দুলে৷ বিজ্ঞানীরা বলছেন এর ফলে অ্যামাজন রেইন ফরেষ্ট ধ্বংসের জন্য দায়ী গরুর পালকে ধরা যাবে৷

এই রেইন ফরেষ্ট বাঁচাতে ব্রাজিল এতটাই সচেষ্ট যে দেশটির উন্নয়ন ব্যাংক, যারা খামারের মালিকদের ঋণ দিয়ে থাকে, তারা এখন থেকে মালিকদের কাছে জানতে চাইবে তাদের গরু কোথায় ঘাস খেয়েছে৷ আর এজন্য প্রয়োজন এই চিপ লাগানো কানের দুল৷

ব্রাজিলের সরকারি সংস্থা সেইটেকের বিজ্ঞানীরা আবিস্কার করেছেন এই চিপটি৷ সেইটেকের প্রধান নির্বাহী সিলন সিলভা বলছেন ব্রাজিলের মতো একটা দেশে ইলেকট্রনিক্স শিল্প থাকবেনা সেটা হয়না৷

তবে শুধু গরুর কানের দুলের জন্য ব্যবহৃত চিপই নয়, সেইটেকের স্বপ্ন এমন চিপ উদ্ভাবন করা যেটা দিয়ে চুরি হয়ে যাওয়া গাড়ি খুঁজে পাওয়া যাবে৷ এছাড়া বায়োমেডিক্যাল পণ্য খুঁজে বের করা যাবে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই