1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রাজিলে ‘ধর্ষণের সংস্কৃতির' বিরুদ্ধে প্রতিবাদ

৪ জুন ২০১৬

গত ২১শে মে রিও ডি জানেরো শহরে ১৬ বছর বয়সি এক কিশোরী ধর্ষণের শিকার হওয়ার পর ব্রাজিলের নারীরা প্রতিবাদে ফেটে পড়েন৷ প্রতিবাদ মিছিলে তাঁরা বলছেন, ‘‘আমরা সকলেই রক্তাক্ত'', ‘‘ধর্ষিতা দোষী নয়'', ‘‘আমার শরীর তোমার নয়৷''

https://p.dw.com/p/1Izoj
ব্রাজিলে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ
ছবি: Reuters/P. Whitaker

জনা ত্রিশেক পুরুষ এক ষোড়শীকে ধর্ষণের পর তার রক্তাক্ত, নগ্ন দেহের ভিডিও অনলাইনে পোস্ট করা হয়৷ এ খবর ব্রাজিলকে চমকে দিয়েছে৷ ভিডিওতেই ধর্ষণকারীদের বড়াই করে বলতে শোনা গেছে যে, ত্রিশজনের বেশি পুরুষ তকরেছে৷

বুধবার ভিডিওটি প্রকাশিত হবার সাথে সাথেই অনলাইনে প্রতিবাদের ঝড় ওঠে৷ বুধবার পুলিশ তিন জন সন্দেহভাজন অপরাধীকে গ্রেপ্তার করা হয়৷ আরো তিনজনের খোঁজ চলেছে৷ ব্রাজিলের সেনেট সঙ্গে সঙ্গে গণধর্ষণের সাজা বাড়িয়ে ও ধর্ষণের ভিডিও প্রকাশ করাকে অপরাধ ঘোষণা করে একটি বিল পাশ করেছে৷
তা সত্ত্বেও দেশ জুড়ে প্রতিবাদ চলছে, কেননা, ব্রাজিলের নারীরা রাজনীতির উপর বিশেষ আস্থা রাখতে পারছেন না৷ ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট ডিলমা রুসেফ ক্ষমতাচ্যুত হবার পর অস্থায়ী প্রেসিডেন্ট মিশেস টেমার শাসনভার নিয়েছেন৷ কিন্তু তাঁর মন্ত্রীসভায় কোনো নারী নেই৷

অন্যদিকে তাঁর নারী বিষয়ক সচিব একজন গোঁড়া খ্রিষ্টান যিনি অতীতে ধর্ষণের ক্ষেত্রেও গর্ভপাতের বিরোধিতা করেছেন৷ অবশ্য ফাতিমা পেলায়েজ বুধবার বলেছেন যে, তিনি এই বিতর্কে তাঁর ব্যক্তিগত মতামতকে প্রাধান্য দেবেন না৷

জাতিসংঘের নারী অধিকার সংস্থা রিও ডি জানেরোতে কিশোরী ধর্ষণের ঘটনা ছাড়াও উত্তর-পূর্বের পিয়াওই শহরেও এক ১৭ বছরের কিশোরীর ধর্ষণের ঘটনার নিন্দা জানিয়েছে৷ সংস্থার ব্রাজিল শাখার মুখপাত্র নাডিন গাসমান বলেছেন যে, টিন-এজ মেয়েদের পরিকল্পিতভাবে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে এবং এর সঙ্গে ড্রাগসের যোগ আছে৷ ‘থিংক ওলগা' নারী অধিকার গোষ্ঠীর মুখপাত্র লুইজে বেলো বলেছেন, ‘‘ব্রাজিলে ধর্ষণের সংস্কৃতি খুবই সবল৷ ওটা যে আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ, লোকে তা স্বীকার করতে চায় না৷''

এসি/এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান