1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তারকা হয়ে ওঠার সংগ্রাম

২৭ জুন ২০১৪

ব্রাজিল থেকে একের পর এক উঠে আসছে নেইমার, রোনাল্ডোর মতো বিশ্ব সেরা ফুটবলার৷ তাঁরা পাচ্ছেন খ্যাতি, অর্থ আর সুখ-স্বাচ্ছন্দ্যের জীবন৷ তাঁদের দেখে সে দেশের শিশুদের একটা বড় অংশও ভবিষ্যতে ফুটবলার হতে চাইছে৷

https://p.dw.com/p/1CQj1
ছবি: picture-alliance/dpa

কিন্তু সবার পক্ষেই তো আর বিশ্ব সেরা কিংবা অন্তত ভালো ফুটবলার হয়ে ওঠা সম্ভব হয় না৷ সেক্ষেত্রে যেটা হয় যে, যারা সফল হতে ব্যর্থ হয় তারা সবদিকই হারায়৷ সবদিক বলতে, ঐসব শিশু ফুটবলার হওয়ার পেছনে এত সময় দিয়ে থাকে যে, তারা লেখাপড়া শেখার ক্ষেত্রে পিছিয়ে পড়ে৷ ফলে যে সময় তারা বুঝতে পারে যে ফুটবল থেকে ভালো কিছু করা যাচ্ছে না, ততদিনে পড়াশোনা করে ভালো কিছু করার সময়ও শেষ হয়ে যায়৷

ব্রাজিলের একটি সংস্থা হিসেব করে বলেছে, সে দেশে প্রতি ছয় হাজারের মধ্যে মাত্র একজন খেলোয়াড় প্রথম বিভাগে খেলার সুযোগ পায়৷ তবে প্রথম বিভাগে খেললেই যে অনেক অর্থের অধিকারী হওয়া যায় তাও নয়৷ কেননা পেশাদার ফুটবল খেলা ব্রাজিলের প্রায় ৩২ হাজার খেলোয়াড়ের প্রায় ৮০ শতাংশেরই মাসিক আয় গড়ে ৫৪০ ডলারেরও কম৷ পরিমাণটা ব্রাজিলের ন্যূনতম মজুরির দ্বিগুণ৷

তাই তো পাওলো সিজার বেন্তো চান না তাঁর অধীনে প্রশিক্ষণ নিচ্ছে যেসব শিশু ফুটবলার তারা শুধু ফুটবলের দিকে নয়, মনোযোগ দিক লেখাপড়ার দিকেও৷ ব্রাজিলের রিও ডি জানেরোর ভিডিগাল বস্তির একটি ফুটবল দলের এই কোচ বার্তা সংস্থা এপিকে বলেন, ‘‘আমার বাল্যকালে আমি যে ভুল করেছি সেটা এখনকার প্রজন্মের শিশুরাও করুক সেটা আমি চাই না৷''

Pakistan - Fußballtraining für Straßenkinder
ব্রাজিলের প্রতি ছয় হাজারের মধ্যে মাত্র একজন খেলোয়াড় প্রথম বিভাগে খেলার সুযোগ পায়ছবি: Getty Images

‘ফ্যাক্টরি অফ ফ্রাস্ট্রেশন'

সবাই জানে ব্রাজিলে ট্যালেন্টেড ফুটবলার পাওয়া যায়৷ তাই বিশ্বের বড় ক্লাবগুলো ভবিষ্যতের নতুন তারকার খোঁজে সেখানে ছুটে যায়৷ কিংবা খেলোয়াড় খোঁজার জন্য জনবল নিয়োগ করে৷ এভাবেই তৈরি হয়েছে আজকের মেসি, যাঁর প্রতিভা দেখে তাঁকে ছোটবেলাতেই পরিবারসহ স্পেনে নিয়ে গিয়েছিল বার্সেলোনা৷

তাই বলে সবার ভাগ্য যে মেসির মতো হবে তা তো নয়৷ ব্রাজিলের ফ্লুমিনেন্সে ক্লাবের কর্মকর্তা মার্সেলো টেইক্সেরা, যিনি একসময় ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ব্রাজিলে প্রতিভা খুঁজতেন, তিনি বলেন, ‘‘ফুটবলে শীর্ষে ওঠা লটারির মতোই কঠিন৷'' টেইক্সেরার মতো একইরকম ভাবনা সাও পাওলোর আরেক সাবেক ফুটবলার এদোয়ার্দো টেগোর৷ তিনি বলেন, ‘‘প্রতিভার কারখানার পরিবর্তে ফুটবল এখন ব্রাজিলে হতাশার কারখানা৷''

জেডএইচ/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য