1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রাজিলে বৃষ্টি বন্যা ও ভূমিধসে ৯৫ জনের মৃত্যু

৭ এপ্রিল ২০১০

রিও ডি জেনেইরোর পাহাড়ি এলাকায় নির্মিত বহু কুটির ভূমিধসে চাপা পড়েছে৷ উদ্ধারকর্মীরা শহরের পাহাড়ি অঞ্চলে নিখোঁজ লোকজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে এবং ভূমিধসে নিহতদের লাশ উদ্ধার করছে৷

https://p.dw.com/p/Mpbz
ব্রাজিলে ২০০৮ সালের বন্যা (ফাইল ফটো)ছবি: picture-alliance/ dpa

ব্রাজিলের রিও ডি জেনেইরোতে প্রবল বৃষ্টি বন্যা ও ভূমিধসে এই পর্যন্ত ৯৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷ সরকার জরুরি অবস্থা জারি করেছে৷ ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে অনেকেই এখনও নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে সরকারি কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন৷

কয়েক দশকের মধ্যে ব্রাজিলে এহেন বৃষ্টিপাত আর হয়নি৷ রিও ডি জেনেইরো শহরে গত ২৪ ঘন্টায় ১১ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে৷ এই একই সময়ে অন্তত ৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে শহরটিতে৷ রিও ডি জেনেইরোর পাহাড়ি এলাকায় নির্মিত বহু কুটির ভূমিধসে চাপা পড়েছে৷ উদ্ধারকর্মীরা শহরের পাহাড়ি অঞ্চলে নিখোঁজ লোকজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে এবং ভূমিধসে নিহতদের লাশ উদ্ধার করছে৷ বন্যার ঝুঁকি থাকলে অধিবাসীদের বাড়ি ছেড়ে চলে যাবার জন্যে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা আহ্বান জানিয়েছেন৷ তাছাড়া শহরে বের হওয়া যতোটা পারা যায় এড়িয়ে চলে, ঘরের ভেতর থাকার জন্যে কর্তৃপক্ষ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে৷

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবল বৃষ্টি ও বন্যার কারণে সড়কগুলোতে প্রচুর পানি জমে যাওয়ায় রিও ডি জেনেইরোর যোগাযোগ ব্যাবস্থা ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে৷ শহরের মেয়র এডুয়ার্ডো ডা কস্টা পায়েস এক বিবৃতিতে এ পরিস্থিতি নৈরাজ্যকর বলে অভিহিত করে বলেছেন, শহরের সবগুলো প্রধান সড়কই বন্যার কারণে বন্ধ করে দেয়া হয়েছে৷ এছাড়া, সরকারি বিদ্যালয়সমূহ অন্তত শুক্রবার পর্যন্ত বন্ধ রাখা হয়েছে৷

এদিকে রাজ্যের গভর্ণর সের্গিও ক্যাবরেল জরুরি অবস্থা জারি করেছেন এবং অতি ঝুঁকিপূর্ণ অঞ্চলের লোকজনকে তাদের বাড়ি ছেড়ে যাবার জন্যে অনুরোধ জানিয়েছেন৷ কর্তৃপক্ষ জনগণকে কখনও ঘরের ভেতর থাকতে বলছে, কখনও বলছে বাড়ি ছেড়ে চলে যেতে৷ কর্তৃপক্ষের এহেন দু'রকমের আহ্বান নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে৷

রিও-র মেয়রের মতে ভূমিধসের ঝুঁকির মধ্যে রয়েছে এইরকম পরিবারের সংখ্যা অন্তত ১০ হাজার৷ তবে ভূমিধসের ঝুঁকি থাকা সত্ত্বেও অনেকে এলাকা ছেড়ে যাচ্ছে না৷ তার প্রধান কারণ অবৈধ দখল৷ রিও ডি জেনেইরোর মেয়রও শহরের পাহাড়ি এলাকার অবৈধ দখলের কথা উল্লেখ করে বলেছেন, এইবার তিনি এর বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত৷ ঝুঁকিপূর্ণ বাড়ি ঘর ছেড়ে দেয়ার সরকারি আহ্বানের প্রতি জোর দিয়ে দেশটির প্রেসিডেন্ট ডা সিলভা বলেছেন, দয়া করে বাড়ি ছেড়ে দিয়ে আপনারা বের হন, কেননা সমস্য মোকাবেলা করার জন্য বেঁচে থাকাটা জরুরি৷ তিনি বলেন, রিও ডি জেনেইরোর ইতিহাসে এটিই সবচেয়ে ভয়াবহ বন্যা৷

প্রতিবেদক : ফাহমিদা সুলতানা

সম্পাদনা : দেবারতি গুহ