1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল: সতর্কতা বাংলাদেশে

৯ জুলাই ২০২১

কোপা আমেরিকায় ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল ম্যাচ নিয়ে ১৫ হাজার কিলোমিটার দূরের বাংলাদেশের একটি জেলায় পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে৷ সেখানে ম্যাচ চলাকালে জনসমাগম নিষিদ্ধ করেছে প্রশাসন৷

https://p.dw.com/p/3wGQG
Bildkombo | Copa América | Messi - Neymar

রোববার ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের দাবিতে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা৷ ১৪ বছরের প্রতীক্ষার পর এমন ম্যাচ নিয়ে দুই শিবিরের সমর্থকদের উত্তেজনার পারদ তুঙ্গে থাকা অস্বাভাবিক নয়৷ তবে ধ্রুপদী লড়াইয়ে কে জিতবে তা নিয়ে দুই দেশের মানুষের বাইরে সম্ভবত বাংলাদেশেই সবচেয়ে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে৷ সামাজিক মাধ্যমে সমর্থকগোষ্ঠীর মধ্যে চলছে অবিরাম কথার লড়াই৷ উত্তাপ সীমাবদ্ধ নেই সেখানে৷ অন্য প্রান্তের মহাদেশের দুই দলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটছে অনাকাঙ্খিত নানা ঘটনাতেও৷

স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, বাড়ির ছাদে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে গাইবান্ধা জেলায় বুধবার এক যুবকের মৃত্যু হয়েছে৷ ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার দুই দলের সমর্থকদের কথা কাটাকাটি রূপ নিয়েছে ভয়ংকর মারামারিতে৷  বার্তা সংস্থা এএফপিকে জেলার পুলিশ প্রধান এমরানুল ইসলাম জানান, কোন দেশ বেশি ভালো খেলে এ নিয়ে দুইজনের বাকবিতণ্ডা দুই পক্ষের লড়াইয়ে পরিণত হয়৷ এই ঘটনায় গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো৷ 

এমন পরস্থিতিতে ১৫ হাজার কিলোমিটার দূরের রিওর ম্যাচ নিয়ে ব্রাম্মণবাড়িয়ার পুলিশকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে বলে জানিয়েছেন এমরানুল ইসলাম৷ ‘‘আমরা গ্রামবাসীকে বলেছি তারা বড় স্ক্রিনে খেলা দেখতে পারবে না৷ আমরা গ্রামে গ্রামে গিয়ে জানিয়ে দিয়েছি যে তারা ম্যাচ চলাকালে কোন রকমের জনসমাগম ঘটাতে পারবেন না৷'' ফ্রান্স টোয়েন্টি ফোর, খালিজ টাইমস থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমও বার্তা সংস্থার এফএফপির বরাতে এই সংবাদ প্রকাশ করেছে৷

এএফপি তাদের প্রতিবেদনে বলেছে, ক্রিকেট বাংলাদেশের প্রধান খেলা হলেও প্রায় ১৭ কোটি মানুষের মধ্যে বিশ্বকাপ ও কোপাকে ঘিরে ফুটবল উন্মাদনা তৈরি হয়৷ ব্রাজিল, আর্জেন্টিনা ভক্তদের পতাকা টানানো, জার্সি পরার রেওয়াজের বাইরে হরহামেশা অপ্রীতিকর ঘটনাও ঘটে৷

২০১৮ বিশ্বকাপ চলাকালে রাস্তার পিলারে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যায় ১২ বছরের কিশোর৷ সেই বছর নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে পড়েন ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকরা৷ তার আগের বিশ্বকাপে লালমনিরহাটে দুই পক্ষের সংঘাতে মারা যান এক হোটেলশ্রমিক৷

ফুটবল নিয়ে এত আগ্রহ, উত্তেজনা সত্ত্বেও ফিফায় বাংলাদেশের র্যাংকিং ১৮৪৷ তাতে কি, রোববার তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলের বিপক্ষে যখন অষ্টম অবস্থানের আর্জেন্টিনা মাঠে নামবে বাংলাদেশের মানুষ তখন এই দুই শিবিরে একাট্টা হয়ে চরম উৎকণ্ঠা নিয়েই ম্যাচ উপভোগ করবেন৷

এফএস/কেএম